আবারও এক তৃণমূল নেতার বাড়িতে আয়কর হানা। তবে, শুধুমাত্র বাড়িতেই নয়, আয়কর দফতর হানা দেয় রাজ্যের প্রাক্তন মন্ত্রীর কারখানাতেও। সূত্রের খবর অনুযায়ী, একাধিক স্থানে তল্লাশি চলছে। আয়কর দফতরের হানাকে কেন্দ্র করে চাঞ্চল্যকর পরিস্থিতি ছড়ায় এলাকায়।
চলতি সপ্তাহে বৃহস্পতিবারে সকালে আয়কর আধিকারিকরা জঙ্গিপুরের তৃণমূল বিধায়ক জাকির হোসেনের বাড়িতে হানা দেয় ও তল্লাশি চালানো শুরু করে। এর আগে ইতিমধ্যে বুধবারে ১১টা নাগাদ সিতির বিড়ি কারখানা ও সামসেরগঞ্জের গোবিন্দপুরে অবস্থিত আনন্দ বিড়ি কারখানাতেও তল্লাশি চালায় আধিকারিকরা। প্রথমে বিএসএফ দিয়ে দুটি কারখানা পুরো ঘিরে দিয়ে আয়কর বিভাগ তল্লাশি শুরু করে বলে খবর।
আয়কর সূত্রে জানা গেছে যে, রাজ্যের প্রাক্তন মন্ত্রীর কাছ থেকে এখনও পর্যন্ত মোট ১৫ লক্ষ টাকা উদ্ধার হয়েছে। তল্লাশি এখনও জারি আছে বলে জানা গেছে। উল্লেখ্য, আয়কর দফতর মুর্শিদাবাদ ও কলকাতা সহ প্রায় ২৮টির মতো স্থানে হানা দিয়েছে বলে জানা গেছে। এই প্রসঙ্গে জাকির হোসেনের মন্তব্য, “আমি তদন্তে সাহায্য করেছি। আমি জেলায় সর্বোচ্চ আয়করদাতা”।