বিগত সপ্তাহে চরম উত্তপ্ত হতে দেখা যায় মুর্শিদাবাদকে। গত শনিবারে প্রথমে বিবাদ বাঁধে তৃণমূলের ব্লক সভাপতির নেতৃত্বে থাকা সাধারণ কর্মী ও পুলিশের মধ্যে। পরে, ওই স্থানে তৃণমূল কংগ্রেস বিধায়ক হুমায়ুন কবির পৌঁছালে সেই পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। যার ফলে বচসা বাঁধে হুমায়ুন কবির ও পুলিশের মধ্যে। এরপরেই রবিবারে পুলিশের বিরুদ্ধে হুঙ্কার দিলেন হুমায়ুন।
তিনি মন্তব্যটি করেন গত রবিবারে। ওইদিন তিনি সাংবাদিকদের মুখোমুখি হয়ে মন্তব্যটি করেন। শনিবারে পুলিশের সঙ্গে বচসা বাঁধার পরেই তিনি প্রতিক্রিয়া দিয়েছেন বলে দাবি করা হয়েছে। তাঁর নিশানায় জেলা পুলিশ প্রশাসন ছাড়াও নিশানায় ছিলেন ভরতপুরের ওসিও।
আরো পড়ুন : ‘হাতে’ এবার ‘পদ্মফুল’, বিজেপিতে ‘নয়া ইনিংস’ শুরু হতে চলেছে অমরিন্দর সিংয়ের
হুমায়ুন কবির সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে বলেন, “বিধানসভা খোলা রয়েছে। আগামীকাল আমি বিধানসভায় যাব। সেখানে রাজ্যের পুলিশমন্ত্রী তথা মুখ্যমন্ত্রীকে মুর্শিদাবাদ জেলায় পুলিশ প্রশাসনের ভূমিকা নিয়ে অবগত করব। এই জেলার প্রশাসনের একটা অংশ যে ভাবে বিরোধী রাজনৈতিক দল বিজেপির সঙ্গে যোগসাজশ করে তৃণমূলের ক্ষতি করছে, তাঁদের কার্যকলাপ মাননীয়া মুখ্যমন্ত্রীর কাছে জানাব”।