সোশ্যাল মিডিয়ায় নেট নাগরিকদের এখন পছন্দের বিষয় হলো রোদ্দুর রায় ওরফে অনির্বান রায়। বেশ কিছুদিন ধরে তিনি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছেন, তার বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্রোফাইলে উপচে পড়ছে ভিড়, মূলত যুবসমাজের সবথেকে পছন্দের বিষয় হলো রোদ্দুর রায়। তার বিভিন্ন সোশ্যাল প্লাটফর্মে ভিড় বেড়েই চলছে প্রতিনিয়ত। মূলত বসন্ত উৎসব নিয়েই তিনি বেশি করে সকলের নজরে এসেছেন। রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয়ের দোল খেলাকে কেন্দ্র করে উত্তাল হয়ে উঠে গোটা বাংলা। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা গানকে বিকৃত করে বসন্ত উৎসবের দিন কয়েকজন ছাত্র ছাত্রী নিজেদের পিঠে ও বুকে লিখে ঘুরেছে, তা সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতে সময় লাগেনি।
সেই বিষয়টিকে হাতিয়ার করে রোদ্দুর রায় সোশ্যাল মিডিয়ায় রবীন্দ্রনাথ ঠাকুরের গানকে বিকৃতি করে সোশ্যাল মিডিয়ায় বিশ্বকবিকে গালাগালি করেছেন। বাংলার মনীষীদের নিয়ে ছিনিমিনি খেলছেন, শুধু বিশ্বকবি নন, তার অশ্লীল গালাগালি থেকে বাদ যায়নি কাজী নজরুল ইসলাম, এমনকি তিনি বিভিন্ন সাহিত্য প্রেমী ও মনীষীদের নিয়ে অশ্লীল ভাষা প্রয়োগ করেছেন। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে নিয়েও খিল্লি করতে দেখা গিয়েছে। তাদেরকেও গালাগালি করেছেন তিনি। তার বিভিন্ন ভিডিওটিতে এর প্রমাণ পাওয়া গিয়েছে ইতিমধ্যে। টাকা আয়ের উৎস হিসেবে সে ইউটিউব, ফেসবুক ব্যাবহার করে থাকেন তিনি। তাকে অনুসরণ করেছে আজকের যুব সমাজ। ইতিমধ্যে তার চ্যানেলের ভিউয়ার লাখ ছাড়িয়ে গিয়েছে। তার কথাগুলো যুবসমাজকে বিপদের পথে ঠেলে দিচ্ছে।
নেট নাগরিকরা তার বিভিন্ন ভিডিও দেখে কমেন্ট করলেও তার কোনো হেলদোল নেই, অনেকেই তার গ্রেফতারের দাবি জানিয়েছে সোশ্যাল মিডিয়ায়। বাংলার মনীষীদের নিয়ে অশ্লীল মন্তব্য ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে নিয়ে কুৎসা রটানোর জন্য অনেকেই দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে। তার বিকৃত ভিডিও দেখে উৎসাহ পাচ্ছে বাংলার যুবসমাজ, তার পথ অনুসরণ করে কিছু যুবক ও যুবতী অশ্লীল গান গেয়ে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করছে খুব সস্তায় পরিচিতি লাভের জন্য। এতে জয়ী হচ্ছে পরোক্ষ ভাবে রোদ্দুর রায়। তার উস্কানি মূলক বক্তব্যকে আজকের যুবসমাজ কোনো কিছু না ভেবেই সমর্থন করছে, সমাজে ছড়িয়ে পড়ছে বিষ। তবে এখনো পুলিশ প্রশাসন কোনো ব্যবস্থা নেয়নি তার বিরুদ্ধে।
এবার এই অশালীনতা ও কদর্য ভাষা ব্যাবহারের জন্য শিলিগুড়ি কমিশনারেটের অধীন সাইবার ক্রাইম থানায় লিখিত অভিযোগ দায়ের করা হলো। সাইবার ক্রাইম থানায় তার ব্যাবহৃত ফেসবুকের লিংক ও ইউটিউব লিংক লিখিত আকারে দিয়ে এফআইআর করা হয়েছে। রবিবার সন্ধ্যায় এই লিখিত অভিযোগ দায়ের করা হয় রোদ্দুর রায়ের বিরুদ্ধে।