রাজ্যসভা থেকে ইস্তফার সিদ্ধান্ত দীনেশের, ছাড়ছেন তৃণমূলও

শ্চিমবঙ্গ তথা জাতীয় রাজনীতিতে রীতিমতো আলোড়ন ফেলে দিলেন তৃণমূলের রাজ্যসভার সাংসদ দীনেশ ত্রিবেদী। নাটকীয় ভাবে তৃণমূল ছাড়লেন দীনেশ ত্রিবেদী, পাশাপাশি রাজ্যসভার সাংসদ পদও ছেড়ে দিয়েছেন। শুক্রবার রাজ্যসভাতেই এই সিদ্ধান্তের কথা ঘোষণা করেছেন দীনেশ নিজেই। রাজ্যসভায় দীনেশ বলেছেন, ‘‘রাজ্যসভা থেকে আমি ইস্তফা দিচ্ছি। আমার রাজ্যের সর্বত্র হিংসাত্মক ঘটনা ঘটছে। অথচ আমরা কিছু বলতে পারছি না। আমি রবীন্দ্রনাথ, নেতাজির ভূমি থেকে আসা মানুষ। তাই এটা আমি আর দেখতে পারছি না। আমি একটি দলে আছি। তাই দলের শৃঙ্খলা মেনে চলতে হচ্ছে। কিন্তু আমার দমবন্ধ হয়ে আসছে। এর চেয়ে ইস্তফা দিয়ে বাংলায় গিয়ে কাজ করা ভাল।’’
তাঁর আরও বক্তব্য, ‘‘আমাকে রাজ্যসভায় পাঠানোর জন্য দলের প্রতি আমি কৃতজ্ঞ। আমি আমার অন্তরের ডাক শুনেছি। সকলকেই কখনও না কখনও অন্তরাত্মার ডাক শুনতে হয়।’’ পাশাপাশিই দীনেশ বলেছেন, ‘‘আমি তৃণমূল ছাড়ছি। তবে পশ্চিমবঙ্গের মানুষের জন্য কাজ করতে চাই।’’ দীনেশের এই ঘোষণা শুনে রাজ্যসভার ডেপুটি চেয়ারম্যান দীনেশকে বলেন, ‘‘এ ভাবে ইস্তফা দেওয়া যায় না। এর একটি পদ্ধতি আছে। আপনি রাজ্যসভার চেয়ারম্যানের কাছে লিখিত ভাবে পদত্যাগপত্র জমা দিন।’’ আশা করা যায়, এর পর দীনেশ লিখিত ভাবে তাঁর ইস্তফা রাজ্যসভার চেয়ারম্যানকে জমা দেবেন।রাজ্যসভা থেকে তৃণমূল সাংসদ দীনেশ ত্রিবেদীর ইস্তফা দেওয়া প্রসঙ্গে বিজেপির সাধারণ সম্পাদক কৈলাশ বিজয়বর্গীয় বলেছেন, “শুধুমাত্র দীনেশ ত্রিবেদী নন, যাঁরা সৎভাবে কাজ করতে চান, তাঁরা তৃণমূলে থাকতেই পারবেন না। তিনি যদি বিজেপিতে যোগ দিতে চান, তাহলে আমরা তাঁকে স্বাগত জানাবো।” 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.