সাবেক ছিটের বাসিন্দাদের জন্য কেন্দ্রের দেওয়া অর্থ লুঠ হচ্ছে বলে মন্তব্য করলেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ।
অভিনন্দন যাত্রায় যোগ দিতে মঙ্গলবার তুফানগঞ্জে আসেন দিলীপবাবু।
সেখানেই রাজ্য সরকারের বিরুদ্ধে একরাশ ক্ষোভ উগরে দিয়ে বিজেপির রাজ্য সভাপতি বলেন, ছিটমহল বিনিময় হয়ে যাওয়ার পর বাংলাদেশ সরকার তাদের বাসিন্দাদের জন্য যথেষ্ট কাজ করছে। কিন্তু কেন্দ্রীয় সরকার টাকা দেওয়ার পরেও পশ্চিমবঙ্গে ছিটমহলবাসীরা কিছুই পাননি। সব টাকা লুঠ করেছে তৃণমূলের নেতারা।
তাঁর কথায়, “কেন্দ্র সমস্ত প্রতিশ্রুতি পালন করেছে। কয়েকশো কোটি টাকা দিয়েছে। কিন্তু রাস্তাঘাট, বিদ্যুতায়ন কিছুই হয়নি। সাবেক ছিটের বাসিন্দারা রেশন কার্ড পেয়েছেন, কিন্তু রেশন আনতে যাওয়ার রাস্তা নেই। কারণ সব টাকা লুঠ করেছেন তৃণমূলের নেতারা।”
দিলীপবাবুর অভিযোগ অস্বীকার করে উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষ বলেন, “ওঁর চোখে ছানি পড়েছে। তাই কিছু দেখতে পাচ্ছেন না। দিলীপবাবু চাইলে ভালো ডাক্তার দিয়ে তাঁর চোখের অপারেশন করিয়ে ট্রেনের টিকিট কেটে তাঁকে বাড়িতে পাঠিয়ে দেওয়ার ব্যবস্থা করব।”
২০১৫ সালের ৭ মে লোকসভায় ভারত ও বাংলাদেশের মধ্যে স্থল সীমান্ত চুক্তি সংক্রান্ত বিল ৩৩১-০ ভোটের ব্যবধানে পাশ হয়। ওই বছরের ৩১ জুলাই মধ্যরাতের পর থেকে তা কার্যকর হয়।