গত কয়েকদিন আগে দিঘাতে জগন্নাথ মন্দির তৈরির কথা বলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সরকারের টাকায় এই মন্দির তৈরির ঘোষণা করেন তিনি। এহেন সিদ্ধান্তকে কটাক্ষ করতে ছাড়লেন না মেদিনীপুরের বিজেপি সাংসদ দিলীপ ঘোষ।
তাঁর তোপ লাগাতার মুসলিম তোষণের ফলে তৃণমূলের থেকে সরে গিয়েছে হিন্দুরা। আর তাই এবার এভাবেই হিন্দু তোষণের চেষ্টা করছেন মমতা বন্দ্যোপাধ্যায়। পূর্ব মেদিনীপুরের এক দলীয় কর্মসূচিতে যোগ দিয়ে এভাবেই মমতা বন্দ্যোপাধ্যায়ের এহেন সিদ্ধান্তের বিরুদ্ধে তোপ দাগেন বিজেপির রাজ্য সভাপতি।
উল্লেখ্য, গত কয়েকদিন আগে দিঘাতে দাঁড়িয়ে পুরীর ধাঁচে জগন্নাথ মন্দির তৈরির ঘোষণা করেন মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রীর মতে, সৈকত ভ্রমণের সঙ্গেই মিলবে পূজার্চনার সুযোগও। দিঘাকে গড়ে তোলা হবে ধর্মীয় পর্যটনকেন্দ্র হিসাবে। প্রস্তাবিত মন্দিরের নকশা দেখিয়ে সেই বিষয়টিকেই ঘোষণা করেন মুখ্যমন্ত্রী। মমতা বন্দ্যোপাধ্যায় বলেন,’আর একটা জগন্নাথ টেম্পল করে দেব। ট্যুরিজমের সঙ্গে ধর্মীয় স্থান থাকে। রিলিজিয়স ট্যুরজিমও হয়।’ তাঁর এই সিদ্ধান্তকেই কটাক্ষ করেন দিলীপবাবু।
তিনি বলেন, মন্দির তৈরি সরকারের কাজ নয়। বিশেষ করে সরকারি খরচে মন্দির তৈরি করা উচিত নয়। হিন্দুদের জন্য কিছু একটা করতে মরিয়া হয়ে উঠেছেন মুখ্যমন্ত্রী। লাগাতার মুসলিম তোষণের ফলে হিন্দু ভোটব্যাঙ্ক তৃণমূলের থেকে দূরে সরে গিয়েছে। তাই এবার পালটা হিন্দু তোষণ শুরু করেছেন তিনি।
মুখ্যমন্ত্রীর এই সিদ্ধান্তের প্রসঙ্গে অযোধ্যা রাম মন্দির ইস্যুও টেনে আনেন দিলীপ ঘোষ। তিনি বলেন, অযোধ্যায় রাম মন্দির সরকার তৈরি করছে না। তৈরি হচ্ছে সাধারণ মানুষের টাকায়। তৈরি করছে একটি ধর্মীয় সংস্থা।