রাজ্যে কারুর নিরাপত্তা নেই। ডাক্তারদের ওপর আক্রমণ হচ্ছে।
রাজ্যের পুলিশকে নিরাপত্তা দিতে কেন্দ্রীয় বাহিনীর দরকার বলে মনে করেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ।
সোমবার বিজেপির রাজ্য দফতরে সাংবাদিক সম্মেলনে মেদিনীপুরের সাংসদ বলেন, “ডাক্তারদের ওপর আবার আক্রমণ হচ্ছে। তাঁদের নিরাপত্তা নেই। এরপর ডাক্তাররা যদি আবার রাস্তায় নামে তাহলে সাধারণ মানুষের সমস্যা হবে। অথচ এই সব দেখেও রাজ্য প্রশাসন চুপ। কিছু বলছে না।” এদিন তিনি মুখ্যমন্ত্রীকে কটাক্ষ করে বলেন, “রাজ্যের মুখ্যমন্ত্রী কাউকে হিসেব দিতে চান না। কেন্দ্রীয় সরকার টাকা দিলে তার হিসেব দিতে চান না। এইভাবে চলতে পারে না।”
পাশাপাশি দুর্গাপূজা কমিটি গুলিকে আয়কর দফতর নোটিশ দিয়েছে সে প্রসঙ্গে তিনি বলেন, পশ্চিমবঙ্গের দুর্গা পুজোতে অনেক চিটফান্ডের টাকা এসেছে। তাই সেগুলোর তদন্ত হওয়া উচিৎ।”
একইসঙ্গে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ‘দিদিকে বলো’ কর্মসূচি মানুষকে টুপি পড়ানোর রাজনীতি বলে মনে করেন বিজেপির রাজ্য সভাপতি।