করোনা (corona)ও আমফান (Amphan)মোকাবিলায় ক্ষতিগ্রস্তদের পাশে থাকার বার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্যের ‘প্রচেষ্টা’ প্রকল্পের মাধ্যমে অর্থ-সাহায্য থেকে শুরু করে সুন্দরবনের মত্সজীবীদের জন্যও প্যাকেজ ঘোষণা করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়।
সংকট মোকাবিলায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee)ঘোষণা করা প্যাকেজ নিয়েও সমালোচনায় সরব হয়েছেন বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ।
বিজেপি রাজ্য সভাপতির অভিযোগ, ‘মাছের তেলে মাছ ভাজেন উনি। কেন্দ্র টাকা দিচ্ছে, সেই টাকা নিজের নাম করে বিলোচ্ছেন।’ এছাড়াও আবারও পরিযায়ী শ্রমিকদের ফেরা প্রসঙ্গেও মুখ্যমন্ত্রীর কড়া সমালোচনা করেছেন দিলীপ ঘোষ (Dilip Ghosh)।
বিজেপি রাজ্য সভাপতির কটাক্ষ, ‘বাইরে থেকে পরিযায়ীদের ফেরানোর সংখ্যা যা দিচ্ছেন তা ঠিক নয়। এত ট্রেন তো পশ্চিমবঙ্গে আসেনি। যা ইচ্ছা তাই বলছেন।’
পরিযায়ীদের উসকানি দিয়ে গন্ডগোল পাকানোর চেষ্টার অভিযোগ তুলেছেন মুখ্যমন্ত্রী। মমতা বন্দ্যোপাধ্যায়ের সেই দাবিরও জবাব দিয়েছেন দিলীপ ঘোষ।
বিজেপি রাজ্য সভাপতি এই প্রসঙ্গে বলেন, ‘কেউ প্ররোচনা দিচ্ছি না। শ্রমিকরাই কিছু না পেয়ে বিক্ষোভ করছেন। এদের জন্য কি ব্যবস্থা করেছেন উনি ? পরিযায়ী শ্রমিকদের সঠিক হিসেবই রাজ্যের কাছে নেই।’