মমতা বন্দ্যোপাধ্যায়ের সাহায্য ছাড়াই প্রধানমন্ত্রী কৃষক সম্মান নিধির সুবিধা পাবেন বাংলার কৃষকরা। তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে দুষে এমনই মন্তব্য বিজেপি রাজ্য সবাপতি দিলীপ ঘোষের। রাজ্য সরকারের বিরুদ্ধে তোপ দেগে দিলীপ ঘোষ বলেন, ‘‘কেন্দ্রীয় সরকার কৃষকদের স্বার্থে যে আইন পাশ করেছে, তার সুবিধা পাবেন বাংলার কৃষকরাও’’।
দীর্ঘ জটিলতার পর অবশেষে কেন্দ্রের প্রকল্পে সায় দিয়েছে রাজ্য সরকার। সপ্তাহখানেক আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজেই বলেছিলেন, ‘‘আমি চাই কৃষকরা টাকাটা পাক। কেন্দ্র তালিকা দিলে যাচাই করে দেব।’’
মুখ্যমন্ত্রীর এই বক্তব্যের দিন কয়েকের মধ্যেই মমতা বন্দ্যোপাধ্যায়কে পাল্টা চিঠি দেন কেন্দ্রীয় কৃষিমন্ত্রী নরেন্দ্র সিং তোমর। পশ্চিমবঙ্গ সরকার সহযোগিতা করলেই কৃষকদের অ্যাকাউন্টে সরাসরি টাকা পাঠানোর বন্দোবস্ত করবে কেন্দ্রীয় সরকার। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে চিঠি দিয়ে এমনই আশ্বাস দেন খোদ কেন্দ্রীয় কৃষিমন্ত্রী।
বিধানসভা ভোটের আগে কৃষক-সমাজকে আরও বেশি কাছে টানার চেষ্টা গেরুয়া শিবিরের। কেন্দ্রের নয়া কৃষি আইন কৃষকদের স্বার্থ সুরক্ষিত করতেই পাশ হয়েছে বলে দাবি করে ইতিমধ্যেই দেশজুড়ে প্রচার শুরু করেছে বিজেপি। এরাজ্যেও সদ্য ঘুরে যাওয়া দলের সর্বভারতীয় সভাপতি নাড্ডার সফরেও কৃষক মন পেতে তৎপরতা ছিল তুঙ্গে।
কৃষকদের বাড়ি-বাড়ি ঘুরে চাল সংগ্রহ করতে দেখা গিয়েছে জেপি নাড্ডা-সহ বিজেপি নেতাদের। কৃষকদের পাশে থাকার বার্তা দিয়েছেন নাড্ডা। একইসঙ্গে কৃষি আইনের প্রতিবাদে একটানা আন্দোলন রাজনৈতিক স্বার্থে ব্যবহার করা হচ্ছে বলেও অভিযোগ তুলেছিলেন বিজেপির সর্বভারতীয় সভাপতি।
এদিকে, কৃষক স্বার্থ সুরক্ষিত করতে প্রধানমন্ত্রী কৃষক সম্মান নিধি প্রকল্প চালু করেছে কেন্দ্রীয় সরকার। কেন্দ্রের এই প্রকল্পে বলা হয়েছে, যে কৃষকের ২ একরের কম জমি রয়েছে, তাঁদের বছরে তিন ধাপে ২ হাজার টাকা করে দেবে কেন্দ্রীয় সরকার। এভাবে গোটা বছরে কৃষকরা কেন্দ্রের পাঠানো ৬ হাজার টাকা পাবেন। দেশের একাধিক রাজ্যে কেন্দ্রের এই প্রকল্প চালু হলেও বাংলায় হয়নি। যা নিয়ে তৃণমূল নেতৃত্বাধীন সরকারকে তুলোধনা করেছে বিজেপি।
বিধানসভা ভোটের ঠিক আগে এবার কেন্দ্রীয় প্রকল্পে সায় দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। যা নিয়ে তাঁর কড়া সমালোচনায় সরব হয়েছেন বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। তিনি বলেন, ‘‘মমতা বন্দ্যোপাধ্যায়ের সাহায্য ছাড়াই প্রধানমন্ত্রী কৃষক সম্মান নিধির সুবিধা পাবেন বাংলার কৃষকরা।’’