দিদির দূতের কর্মীদের কেন্দ্র করে ঝামেলা বাঁধল মুর্শিদাবাদ জেলায়। এই জেলার এক গ্রামে যান দিদির দূতের কর্মীর। সেখানে তাঁরা বিভিন্ন বাড়িতে গিয়ে বাড়ির মহিলাদের সঙ্গে ছবি তোলেন। সেই ছবি সোশ্যাল মিডিয়াতেই পোস্ট হতেই বাঁধল কাণ্ড। এলাকার একাধিক মহিলার অভিযোগ, সোশ্যাল মিডিয়ায় পরপুরুষের সঙ্গে স্ত্রীর ফটো দেখে সংসার ভাঙার হুমকি দিয়েছেন স্বামীরা।
ঘটনাটি মুর্শিদাবাদ জেলার জলঙ্গির কীর্তনীয়া পাড়া গ্রামকে কেন্দ্র করে। এই বিষয়ে মন্তব্য করেছেন গ্রামের এক বাসিন্দা ইউসুফ আলি। তিনি জানান যে, গ্রামের বহু পুরুষই গ্রামে স্ত্রী রেখে পরিযায়ী শ্রমিক হিসাবে বাইরে কাজ করেন। সেই প্রসঙ্গ তুলে তিনি বলেন, “বাড়িতে পুরুষ না থাকার সুযোগ নিয়ে শাসক দলের কর্মীরা আসছেন। মহিলাদের বলছেন, আপনাদের নামে ঘর আছে। পরিচয় পত্র, আঁধার নম্বর দিন। তারপর কী সব লিখে নিচ্ছে। শেষে কাঁচা ঘরের সামনে মহিলাদের সঙ্গে ছবি তুলছেন। পরে তা সামাজিক মাধ্যমে ছেড়ে দিচ্ছেন”।
ইউসুফ আলির বক্তব্য, “কাজের সূত্রে থাকা পুরুষেরা সোশ্যাল মিডিয়ায় পরপুরুষের সঙ্গে স্ত্রীর ছবি দেখা ক্ষেপে উঠছে। ঝামেলায় পড়ছে এলাকার মেয়েরা”। গ্রামে বসবাসকারী এক মহিলা মিনুয়ারা বিবি বলেন, “স্বামী হুমকি দিয়েছ, যার সঙ্গে ছবি তুলেছো তার ভাত খাও”। অপর এক মহিলা নছিয়া বিবি বলেন, “স্বামী বলেছে, ঘর দেবো বলে যে তোমার ছবি সামাজিকমাধ্যমে ছেড়েছে, তার থেকে, ঘর নিয়ে এসো। নইলে বাড়িতে থাকবে না”।