একুশের বিধানসভা ভোটে ভিডিওগ্রাফির কাজ করেছিলেন। কিন্তু অভিযোগ, এখনও তার টাকা মেটায়নি রাজ্য সরকার। বকেয়া টাকা চেয়ে এবার বিডিও অফিসের সামনে বিক্ষোভ ওই ঠিকাদার-সহ কর্মীরা। ঠিকাদারদের অভিযোগ গত দু’ বছরে তাঁদের মাত্র ২৫ শতাংশ টাকা দেওয়া হয়েছে। বাকি টাকার জন্য গত দু’ বছর ধরে বিভিন্ন সরকারি দফতরে ঘুরেও লাভ হয়নি।
একুশের বিধানভা নির্বাচনে ভিডিওগ্রাফি করিয়েছিলেন ঠিকাদার। এই কাজে যাঁদের যুক্ত করেন, এখনও তাঁদের টাকা মেটাতে পারেননি বলে অভিযোগ। প্রতিদিন পাওনাদাররা বাড়িতে চড়াও হন। এমনই অভিযোগ তুলে এদিন রাজগঞ্জে বিডিও অফিসের সামনে বসে পড়েন ঠিকাদার-সহ কর্মীরা। এই ঘটনাকে কেন্দ্র করে শোরগোল পড়ে যায় এলাকায়। অভিযোগ প্রায় ২০ লক্ষ টাকার কাজ হয়েছিল। মেরেকেটে ৫ লক্ষ টাকা পেয়েছেন। সিংহভাগ টাকা এখনও বাকি।
এরপরই সোমবার দুপুর থেকে রাজগঞ্জ বিডিও অফিসের গেট আটকে অবস্থান বিক্ষোভে সামিল হন প্রায় ৫০ জন যুবক। বিকেল অবধি চলে বিক্ষোভ। পরে পুলিশ এসে বিডিওর কাছে নিয়ে যায় তাঁদের। মিলন চন্দ নামে এক ঠিকাদারের কথায়, ‘আমরা ২০২১-এর বিধানসভা ভোটে ভিডিয়োগ্রাফির কাজ করেছিলাম। সেই টাকা এখনও পাইনি। আমরা বিডিও, ডিএম-সহ অনেককেই বলেছি। তবে কাজ হয়নি। বহু কলেজ পাশ করা ছেলে কাজ করেছিল। কাজ করিয়ে এখনও টাকা দেয়নি। ২০ লক্ষ টাকার কাছাকাছি কাজ হয়েছিল। এর মধ্যে ২০ শতাংশের মতো পেয়েছি। ৫ লক্ষ টাকা ২ জন পেয়েছি। এখনও প্রায় ১৪ লক্ষ টাকা পাব আমরা’।