শুনশান করুণাময়ী। মাঝরাতে ২০১৪ টেট উত্তীর্ণ চাকরিপ্রার্থীদের আন্দোলন ভেঙে দিয়েছে পুলিশ। কার্যত টেনে হিঁচড়ে, পাঁজাকোলা করে চাকরিপ্রার্থীদের বাসে এবং প্রিজন ভ্যানে তোলা হয়। ভোরের দিকে নিউটাউন থানায় থাকা চাকরিপ্রার্থীরা ছাড়া পেলেও আন্দোলনের মূল তিন নেতার হদিশ নেই এখনও৷ এমনই অভিযোগ তুললেন চাকরিপ্রার্থীরা।
সূত্রের খবর, ভোর সাড়ে চারটের সময় নিউটাউন থানা থেকে শিয়ালদহ স্টেশন পর্যন্ত একটি গাড়ি ১৮ জন চাকরিপ্রার্থীকে নিয়ে যায়। তখনও পর্য়ন্ত ৫০ জন মতো চাকরিপ্রার্থী নিউটাউন থানার ভিতরেই ছিলেন। তাঁদের ছেড়ে দিতে চাইলেও রাতে তাঁরা যেতে চাননি বলেই পুলিশ সূত্রে খবর।
নিউটাউন থানায় থাকা চাকরিপ্রার্থীকে ভোর পাঁচটার সময় ছাড়ে পুলিশকর্মীরা। কিন্তু তাঁদের আন্দোলনের মূল তিন নেতাকে পুলিশ কোথায় রেখেছে তার এখনও পর্যন্ত খোঁজ পাওয়া যাচ্ছে না। থানা থেকে বেরিয়ে ক্ষোভ উগড়ে দেন আন্দোলনকারীরা। সঙ্গে হুঁশিয়ারি দিয়ে বলেন, কলকাতার রাজপথে এমন আন্দোলন ফের হবে।