প্যারা অলিম্পিক্সে অংশগ্রহণকারী সাঁতারু পৌঁছালেন কলকাতা হাইকোর্টের দরবারে। তাঁর অভিযোগ, যোগ্যতা থাকার পরেও তাঁকে চাকরি দেওয়া হয়নি। তাঁর দাবি, রাজ্য সরকারের তরফে তাঁকে সম্মানিত করা হয়েছিল ঠিকই, কিন্তু, চাকরি দেওয়ার সময়ে তাঁকে তাঁর সেই অধিকার থেকে বঞ্চিত করা হয়।
‘চাকরি থেকে বঞ্চিত’হওয়ার অভিযোগটি হাইকোর্টের কড়া নেড়েছেন প্যারা অলিম্পিয়ান সাঁতারু দিবাকর কুণ্ডু। তাঁর দাবি তিনি রাজ্যের পঞ্চায়েত দফতররে কাজ করার যোগ্য, প্রার্থী। কিন্তু, এরপরেও, তাঁকে সেই অধিকার থেকে বঞ্চিত করা হয়েছে। এই প্রসঙ্গে হাইকোর্টের তরফে দক্ষিণ দিনাজপুরের জেলাশাসককে নির্দেশ দেওয়া হয়েছে খতিয়ে দেখার জন্য এবং রিপোর্ট পেশ করার জন্য।
মামলার শুনানিটি হয় চলতি সপ্তাহে বুধবারে বিচারপতি শম্পা সরকারের এজলাসে। ওইদিন দিবাকর কুণ্ডুর হয় মামলাটি লড়তে নামেন আইনজীবী আশীষ কুমার চৌধুরী। সেখানেই তিনি বলেন, “বিশেষভাবে সক্ষম হওয়া সত্বেও সমস্ত প্রতিবন্ধকতাকে জয় করে প্যারা অলিম্পিকসে অংশগ্রহণ নিয়েছিলেন দিবাকর। রাজ্য সরকারের পক্ষ থেকে দিবাকর কুন্ডুকে শ্রেষ্ঠ ক্রীড়াবিদ হিসাবে সম্মানিত করা হয়। কিন্তু নিয়োগের ক্ষেত্রে রাজ্য সরকারের নির্দেশিকা অনুযায়ী যা যা সুবিধা পাওয়ার কথা ডিস্ট্রিক্ট লেভেল সিলেকশন কমিটি সেই সুযোগ-সুবিধা থেকে তাকে বঞ্চিত করেছে। মেধা তালিকা প্রকাশ না করেও নিয়োগ হয়েছে বলে অভিযোগ। রাইট টু ইনফরমেশন অ্যাক্ট অনুযায়ী জানতে চাইলেও কোন সদুত্তর দেওয়া হয়নি। একজন বিশেষভাবে সক্ষম ক্রীড়াবিদ হিসেবে তাঁর নূন্যতম সুযোগ সুবিধা দেওয়া