রাজধানীতে করোনা পরিস্থিতি হাতের বাইরে। লাগামহীন সংক্রমণ ঠেকাতে হিমশিম খাচ্ছে সরকার। অক্সিজেন সংকটে যেন দমবন্ধ অবস্থা দিল্লির হাসপাতাল গুলিতে। এই পরিস্থিতিতে লকডাউন আরও বাড়িয়ে দেওয়ার কথা ঘোষণা করল দিল্লির আপ সরকার।
রবিবার এক বিবৃতি জারি করে দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল বলেছেন, “আমরা এর আগে ৬ দিনের লকডাউন জারি করেছিলাম। সেটা আরও এক সপ্তাহ বাড়িয়ে দেওয়া হচ্ছে। আগামী সোমবার ভোর ৫টা অবধি লকডাউন করা হচ্ছে।”
করোনার জেরে রাজধানীতে লাগাতার জারি রয়েছে মৃত্যু মিছিল। শনিবারও সেখানে প্রাণ হারিয়েছেন মোট ৩৫৭ জন করোনা রোগী। এই পরিসংখ্যান এখনও পর্যন্ত সর্বোচ্চ। গত ২৪ ঘণ্টায় দিল্লিতে ভাইরাসে সংক্রমিত হয়েছেন ২৪ হাজার ১০৩ জন। যার ফলে এই মুহূর্তে রাজধানীর সক্রিয় করোনা রোগীর সংখ্যা গিয়ে দাঁড়িয়েছে ১০ লাখের বেশি।
করোনা রোগীর সংখ্যার সঙ্গে দিল্লিতে পাল্লা দিয়ে বেড়েছে অক্সিজেন সংকট। হাসপাতাল গুলিতে শ্বাসবায়ুর অভাবে ছড়িয়েছে ব্যাপক আতঙ্ক। নিরুপায় হয়ে বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রীদের কাছে বাড়তি অক্সিজেন চেয়ে পাঠিয়েছেন অরবিন্দ কেজরিওয়াল।
কেজরিওয়াল এদিন ট্যুইটারে লিখেছেন, “আমি সব মুখ্যমন্ত্রীদের কাছে আবেদন জানাচ্ছি, যদি তাঁদের কাছে বাড়তি মেডিক্যাল অক্সিজেন থাকে, তা যেন তাঁরা অবিলম্বে দিল্লিতে পাঠান।” অবশ্য দুঃসময়ে আর এদিন আর কেন্দ্রকে দোষারোপ করেননি দিল্লির মুখ্যমন্ত্রী। কেন্দ্রের সহায়তাও স্বীকার করে নিয়েছেন তিনি। লিখেছেন, “যদিও কেন্দ্র সরকার আমাদের সাহায্য করছে, কিন্তু করোনার এই বাড়বাড়ন্তে সবটাই কম পড়ে যাচ্ছে।”