প্রবল শৈত্যপ্রবাহের মধ্যেই দ্বিতীয় মাসে পড়ল কৃষক অবস্থান, বৈঠক কাল

প্রবল শীতের মধ্যে দিল্লি সীমান্তে কৃষকদের অবস্থান দ্বিতীয় মাসে পড়ল। সোমবার কৃষি আইন বাতিলের দাবিতে এই অবস্থানের ৩২ তম দিন। শৈত্যপ্রবাহ ঠেকাতে কৃষকরা ছোট ছোট আগুন জ্বালিয়ে নিজেদের ঠিক রাখছেন। প্রচণ্ড ঠান্ডায় আরও একজন কৃষকের মৃত্যুর খবর এসেছে। রবিবারই আত্মহত্যা করেছেন এক আইনজীবী। এনিয়ে ২০ জনেরও বেশি কৃষক মারা গিয়েছেন বলে দাবি করা হয়েছে।  আগামী মঙ্গলবার তাঁরা আলোচনায় বসতে চান বলে কেন্দ্রকে জানিয়ে দিয়েছেন। তবে প্রাক শর্ত হিসেবে কৃষি আইন বাতিলের দাবিটি তাঁরা রেখেছেন। 

এদিকে, কৃষকদের এই বিক্ষোভের মধ্যেই সোমবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি একশোতম কিষাণ রেলের উদ্বোধন করবেন। এই ট্রেন মহারাষ্ট্রের সাঙ্গোলা থেকে পশ্চিমবঙ্গের শালিমার যাবে। এই ট্রেন ফুলকপি, পেঁয়াজ, আঙুর, লঙ্কা, কলা, আপেল, ক্যাপসিকামের মতো সবজি নিয়ে যাবে। পচে যেতে পারে এমন সবজি যে কোনও স্টেশনে নামিয়ে নেওয়া যাবে। কেন্দ্র এই মাল পরিবহনে ৫০ শতাংশ ভর্তুকি দেবে। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.