টালায় নতুন সেতু নির্মাণের জন্য মাটি পরীক্ষা করা হবে। তার জন্য দরপত্র আহ্বান করল পূর্ত দফতর। কাজ হাতে নেওয়ার ১৪ দিনের মধ্যে রিপোর্ট জমা দিতে হবে। পূর্ত দফতরের এই বিজ্ঞপ্তি প্রকাশের মাধ্যমে এটা এক প্রকার নিশ্চিত যে টালা ব্রিজ ভেঙে ফেলার সিদ্ধান্তই নিতে চলেছে রাজ্য সরকার। তৈরী হবে নতুন ব্রিজ। তার আগে মাটি পরীক্ষার জন্য আলাদা টেন্ডার হবে। সেই রিপোর্ট জমা পোড়ার পর পরবর্তী সিদ্ধান্ত নেবে সরকার। তবে, মাটি পরীক্ষা যখন হচ্ছে , তখন সেটা ব্রিজ ভাঙার প্রক্রিয়ার প্রথম ধাপ, সেটা একপ্রকার নিশ্চিত।
সূত্রের খবর, সব কিছু ঠিকঠাক চললে আগামী বছরের শুরুতেই নতুন টালা ব্রিজ তৈরিতে হাত লাগানো হতে পারে। ইতিমধ্যেই টালা ব্রিজে (Tallaha Bridge) ভারী যান চলাচল নিষিদ্ধ করেছে কলকাতা পুলিশ। বন্ধ রয়েছে একাধিক বাস রুট। সেই নিয়ে ভোগান্তি বেড়েছে উত্তর কলকাতা শহরতলীর নিত্যযাত্রীদের।
সূর্য সরকার