আগামী দিনে দ্বিগুণ হতে পারে মৃত্যুহার, ভারতের করোনা পরিস্থিতি নিয়ে উদ্বিগ্ন বিশেষজ্ঞরা

করোনা পরিস্থিতি ক্রমশ ভয়াবহ হচ্ছে ভারতে। হু হু করে বাড়ছে রোগীর সংখ্যা। পাশাপাশি মৃত্যুর সংখ্যাও ক্রমবর্ধমান। তবে এখানেই থামবে না করোনার কোপ। আগামী সপ্তাহগুলিতে মৃত্যুর হার হয়ে যেতে পারে দ্বিগুণ। এমনটাই মনে করছেন বিশেষজ্ঞরা।

বেঙ্গালুরুর ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ সায়েন্স একটি গাণিতিক মডেল প্রকাশ করেছে। সেখানে দেখানো হয়েছে ১১ জুনের মধ্যে দেশে মোট মৃতের সংখ্যা ৪ লক্ষ ৪ হাজার ছুঁয়ে ফেলবে। ওয়াশিংটন বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট ফর হেল্থ ম্যাট্রিক্স অ্যান্ড ইভলিউশনের তরফে জানানো হয়েছে জুলাইয়ের মধ্য়ে মোট মৃতের সংখ্যা দাঁড়াবে ১০ লক্ষ ১৮ হাজার ৮৭৯। যদিও করোনার ক্ষেত্রে আগে থেকে পূর্বাভাস পাওয়া কঠিন। বিশেষত ভারতের মতো দেশগুলিতে। তাই এখানে পরীক্ষা এবং সামাজিক দূরত্বের মতো নিয়মগুলি বাড়াতে হবে ও কঠোরভাবে পালন করতে হবে। যদি সবচেয়ে খারাপটাও এড়ানো যায়, তা হলেও ভারত বিশ্বের বৃহত্তম করোনা আক্রান্ত হয়ে মৃত্যুর দেশ হিসেবে পরিগণিত হতে পারে। বর্তমানে মার্কিন যুক্তরাষ্ট্রে সবচেয়ে বেশি করোনা আক্রান্ত হয়ে মৃত্যুর ঘটনা ঘটেছে। এই দেশে মৃতের সংখ্যা প্রায় ৫ লক্ষ ৭৮ হাজার।

ব্রাউন ইউনিভার্সিটি স্কুল অফ পাব্লিক হেল্থের আশিস ঝা জানিয়েছেন, পরের চার থেকে ছয় সপ্তাহ ভারতের জন্য সবচেয়ে কঠিন সময়। এই চার সপ্তাহের আগে কী করা হচ্ছে, সেটাই চ্যালেঞ্জ। ছয় থেকে আট সপ্তাহ সময় নেই। যতটা সম্ভব খারাপ পরিস্থিতি আমরা এড়াতে পারি তারই ব্যবস্থা নিতে হবে। এ নিয়ে স্বাস্থ্য দফতরের কোনও প্রতিক্রিয়া এখনও পাওয়া যায়নি। তবে তাদের তরফে জানানো হয়েছে দিল্লি, মহারাষ্ট্র, ছত্তিশগড়ের মতো রাজ্যগুলিতে করোনার ঢেউ বাঁধ মানছে না।

গত ২৪ ঘন্টায় দেশে করোনা সংক্রমিত হয়েছেন ৩ লক্ষ ৮২ হাজার ৩১৫ জন। মঙ্গলবার এই সংখ্যা ছিল ৩ লক্ষ ৫৭ হাজার ২২৯ জন। গত সপ্তাহে যেভাবে ঊর্ধ্বমুখী হচ্ছিল সংক্রমণ, গত কয়েকদিনের সংখ্যা তার চেয়ে কিছুটা কম ছিল। ফলে আশা জেগেছিল দেশবাসীর মনে। কিন্তু এদিনের রিপোর্ট সেই আশায় জল ঢেলে দিল। মঙ্গলবার যেখানে ৩ হাজার ৪৪৯ জনের মৃত্যু হয়েছিল সেখানে বুধবার রিপোর্ট বলছে মৃতের সখ্যা ৩ হাজার ৭৮০। অর্থাৎ মৃতের সংখ্যাও গত কয়েকদিনের তুলনায় বেশ কিছুটা বেড়েছে। এখনও পর্যন্ত দেশে মোট করোনা আক্রান্তের সংখ্যা ২ কোটি ছাড়িয়ে গিয়েছে। বর্তমানে দেশে করোনা আক্রান্তের সংখ্যা ২ কোটি ০৬ লক্ষ ৬৫ হাজার ১৪৮ জন। মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২ লক্ষ ২৬ হাজার ১৮৮।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.