সংক্রমণে উত্তর ২৪ পরগনা, কলকাতার সঙ্গে পাল্লা দিচ্ছে দার্জিলিং, রাজ্যে একদিনে মৃত ২১

রাজ্যে কোভিড গ্রাফ ক্রমশ নিম্নমুখী। বহুদিন পর ১ হাজার ৪০০-র নীচে নামল দৈনিক সংক্রমণ।

শনিবার রাজ্য স্বাস্থ্য দফতর যে বুলেটিন প্রকাশ করেছে তাতে দেখা যাচ্ছে, গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন ১ হাজার ৩৯১ জন মানুষ। আর একদিনে সুস্থ হয়েছেন আক্রান্তের চেয়ে বেশি মানুষ। দৈনিক সুস্থতার সংখ্যা ১ হাজার ৮১৯ জন।


গত ২৪ ঘণ্টায় কমেছে মৃত্যুর সংখ্যাও। একদিনে কোভিডের বলি হয়েছেন মাত্র ২১ জন। সুস্থতার হার ৯৭.৫৪ শতাংশ। মৃত্যুর হার কমে হয়েছে ১.১৮ শতাংশ।

গত ২৪ ঘণ্টায় মোট ৫২ হাজার ৭৬১ জনের করোনা পরীক্ষা করা হয়েছে। প্রথম ও দ্বিতীয় ডোজ মিলিয়ে ভ্যাকসিন পেয়েছেন মোট ৩ লাখ ৮ হাজার ৮৫০ জন।

জেলাভিত্তিক সংক্রমণের দিকে চোখ রাখলে দেখা যাচ্ছে, এদিনও সংক্রমণের শীর্ষে রয়েছে উত্তর ২৪ পরগনা। সেখানে একদিনে ভাইরাসে আক্রান্ত হয়েছেন মোট ১৪২ জন মানুষ। মারা গেছেন ৬ জন।

সংক্রমণের নিরিখে উত্তর ২৪ পরগনার সঙ্গে রীতিমতো পাল্লা দিচ্ছে দার্জিলিং। পাহাড়ের ছোটো জেলায় একদিনে করোনা আক্রান্ত হয়েছেন ১৩৫ জন। মৃত্যু হয়েছে ৩ জনের। দার্জিলিংয়ের দৈনিক সংক্রমণ ছাড়িয়ে গেছে কলকাতাকেও (১২৮)। শহরে কোভিডের বলি হয়েছেন ৫ জন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.