তৃণমূল (TMC) শীর্ষ নেতৃত্বের উৎকণ্ঠা বাড়িয়েছে দক্ষিণ কলকাতার বিস্তীর্ণ এলাকা ফের একবার ‘দাদার অনুগামী’দের পোস্টার-ব্যানার- ফ্লেক্সে ছয়লাপ হল। বৃহস্পতিবার সকালে যাদবপুর, গড়িয়াহাট, গোলপার্ক, রাসবিহারী মোড়, রাসবিহারী অ্যাভিনিউ ও মেঘনাদ সাহা সরণিতে নজরে পড়েছে ‘আমরা দাদার অনুগামী’ লেখা পোস্টার, ব্যানার ও ফ্লেক্সে। সেই সমস্ত পোস্টারে প্রাক্তন মন্ত্রী শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari) ছবির নীচে লেখা, “মানুষের কাজ করতে কোনও পদ লাগে না”। ফ্লেক্সে বয়ানের নিশানা যে তৃণমূল সাংসদ তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সাংসদ ভাইপো অভিষেক বন্দ্যোপাধ্যায়, সে ব্যাপারে নিশ্চিত বাংলার রাজনীতির কারবারিরা। কারণ, একে একে সমস্ত দায়িত্বপূর্ণ পদ থেকে ইস্তফা দিয়েছেন শুভেন্দু অধিকারী। ইতিমধ্যে তিনি রাজ্যের পরিবহন, সেচ ও পরিবেশ দপ্তরের মন্ত্রীর দায়িত্ব থেকে ইস্তফা দিয়েছেন। ছেড়েছেন হলদিয়া উন্নয়ন পর্ষদ ও এইচআরবিসি-র চেয়ারম্যান পদ। তবে নন্দীগ্রামের বিধায়ক পদে রয়ে গিয়েছেন তিনি। কিন্তু এত পদে ইস্তফা দিয়েও মানুষের জন্য যে শুভেন্দু অধিকারী যে পরিষেবা বহাল রেখেছেন, তাই বোঝানো হয়েছে কালীঘাটের শীর্ষ নেতৃত্বকে।
এমনটা নয় যে দক্ষিণ কলকাতায় এই প্রথম দাদার অনুগামীদের পোস্টার, ব্যানার, হোডিং চোখে পড়ল। কালীপুজোর দিন দুয়েক আগেও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিধানসভা কেন্দ্র ভবানীপুর চত্বর ছয়লাপ হয়েছিল ‘দাদার অনুগামী’দের ফ্লেক্সে। সেবার রাতের অন্ধকারে প্রশাসনিক উদ্যোগে খোলা হয়েছিল শুভেন্দু অধিকারীর নামাঙ্কিত ওই সমস্ত ফ্লেক্সগুলি। কিন্তু এবার অস্বস্তি কয়েকগুণ বেড়েছে। কারণ, মঙ্গলবার রাতের বৈঠক বিফল হওয়ার পর এমনিতেই চাপ বেড়েছে তৃণমূল নেতৃত্বের ওপর। তার ওপর ‘দাদার অনুগামী’দের এই পোস্টারে তৃণমূলের সঙ্গে শুভেন্দুর সন্ধির বদলে সংঘাত আরও দৃঢ় হল বলেই করা হচ্ছে। যেই কারণে প্রবল চাপ তৈরি হয়েছে দক্ষিণ কলকাতার তৃণমূলের সমস্ত ‘পাওয়ার হাউজে’।