খুব শীঘ্রই সুখবর শুনতে চলেছে সরকারি কর্মীদের জন্যে। এক ধাক্কায় অনেকটাই বাড়তে চলেছে সরকারি কর্মীদের বেতন। দীর্ঘদিন ধরে বেতন বৃদ্ধি সহ নুন্যতম বেতনের দাবিতে আন্দোলন চালিয়ে যাচ্ছেন সরকারি কর্মীরা। অবশেষে সুখবর শুনতে চলেছেন সরকারি কর্মীরা। খুব শীঘ্র সরকারি কর্মীদের জন্যে ডিএ ঘোষণা করতে পারে সরকার।
প্রথমে শোনা যাচ্ছিল যে ৫ থেকে ১০ শতাংশ ডিএ সরকারি কর্মীদের জন্যে ঘোষণা করা হতে পারে। কিন্তু জানা যাচ্ছে ৪ থেকে ৫ শতাংশ মহার্ঘ ভাতা কেন্দ্রীয় সরকারি কর্মীদের জন্যে ঘোষণা করা হতে পারে। তথ্য বলছে যদি ৪ শতাংশ ডিএ ঘোষণা করা হয় সরকারি কর্মীদের জন্যে তাহলে এক ধাক্কায় অনেকটাই বাড়তে চলেছে বেতন। জাতীয় এক সংবাদমাধ্যমে প্রকাশিত খবর মোতাবেক ৪ শতাংশ ডিএ বৃদ্ধি হলে ৭২০ টাকা থেকে বেড়ে ১০ হাজার টাকা হতে পারে। সমস্ত কিছু ভাতা এর মধ্যে যুক্ত করা হবে।
জানা যাচ্ছে, চলতি বছরের ১ লা জুলাই থেকেই ডিএ কার্যকর করা হবে বলে জানা যাচ্ছে। প্রকাশিত খবর মোতাবেক, আগামী সপ্তাহেই সরকারি কর্মীদের ডিএ সংক্রান্ত বড় ঘোষণা করা হতে পারে বলে জানা যাচ্ছে। আর তা ঘোষণা করা হলে এক ধাক্কায় অনেকটাই বাড়তে চলেছে সরকারি কর্মীদের বেতন।
দীর্ঘদিন ধরেই বেতন বৃদ্ধি সহ একাধিক বিষয়ে লাগাতার আন্দোলন চালিয়ে গিয়েছেন সরকারি কর্মীরা। আর্থিক বাজেটে এই বিষয়ে বড় কিছু ঘোষণা করা হতে পারে বলে আশা করেছিলেন লক্ষাধিক সরকারি কর্মী। কারণ বাজেট পেশের আগের কয়েকদিন ধরে লাগাতার সরকারি কর্মীদের দাবি নিয়ে পর্যালোচনা করেছিলেন খোদ অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ। সরকারি কর্মীদের দাবি কি রয়েছে তা নিয়ে অর্থমন্ত্রকের আধিকারিকদের সঙ্গে দফায় দফায় বৈঠক করেছিলেন।
এমনকি অন্যান্য আধিকারিকদের সঙ্গেও এই বিষয়ে আলোচনা করেছিলেন। যার ফলে সরকারি কর্মীদের বেতন বৃদ্ধি নিয়ে জল্পনা আরও তীব্র হয়েছিল। কিন্তু শেষমেশ হতাশাই জোটে সরকারি কর্মীদের। সেই অর্থে দীর্ঘদিনের দাবি নিয়ে বাজেটে একটা শব্দও ঘোষণা করা হয় না। আর তাতেই মোদী সরকারের উপর ক্ষুব্ধ সরকারি কর্মীদের একাংশ। আর সেই ক্ষোভ মেটাতেই মহার্ঘ ভাতা ঘোষণা করতে চলেছে মোদী সরকার।