আবহাওয়া দফতর তাদের পূর্বাভাসে আগে জানিয়েছিল, বুধবার বিকেলে পশ্চিমবঙ্গ ও ওড়িশার উপকূলে আছড়ে পড়তে পারে অতি তীব্র ঘূর্ণিঝড়।
সেই পূর্বাভাস সোমবার বদলে দিল হাওয়া অফিস। এদিন দুপুরে আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, ইয়াস ঘূর্ণিঝড় এখন পারাদ্বীপের দক্ষিণ-দক্ষিণ পূর্ব দিকে ৫২০ কিলোমিটার দূরে রয়েছে। দিঘা উপকূল থেকে তার দূরত্ব ৬০০ কিলোমিটারের সামান্য বেশি। এই ঘূর্ণিঝড় আর ১২ ঘণ্টার মধ্যে তীব্র আকার ধারণ করবে। তার পর বুধবার ভোরের দিকে সেটি অতি তীব্র ঘূর্ণিঝড়ের চেহারা নেবে।
আবহাওয়ার দফতরের পূর্বাভাস, বুধবার দুপুরে সাগর আর ওড়িশার পারাদ্বীপের মাঝামাঝি এলাকা বালেশ্বরে আছড়ে পড়বে ইয়াস।
হাওয়া অফিস জানিয়েছে, ঘূর্ণিঝড় এখন খুবই ধীর গতিতে এগোচ্ছে। সোমবার সকালের দিকে ঘণ্টায় ২ কিলোমিটার গতিবেগে সেটি এগোচ্ছিল। তবে এর ফলে ইতিমধ্যে দক্ষিণবঙ্গে ঝড় বৃষ্টি শুরু হয়ে গিয়েছে। বিশেষ করে দুই চব্বিশ পরগনা, কলকাতা ও পূর্ব মেদিনীপুরে সন্ধ্যার ঝড় বৃষ্টি সন্ধের পর থেকে আরও বাড়ার আশঙ্কা রয়েছে।