শক্তি বাড়িয়ে কলকাতা সহ দক্ষিণবঙ্গে ধেয়ে আসছে ভয়ঙ্কর ঘূর্ণিঝড়। আবহাওয়া দফতর সূত্রে খবর, আগামী ৫ মে রাজ্যে আছড়ে পড়বে সাইক্লোন ‘ফণী’। হাওয়ার গতিবেগ হতে পারে ১০০ থেকে ১১৫ কিলোমিটার। জানা গিয়েছে, পারাদ্বীপ থেকে বাংলায় ঢুকছে অতিশক্তিশালী ঝড়টি। ফলে ৪ মে সন্ধ্যা থেকেই দিঘায় শুরু হয়ে যাবে দুর্যোগ। কলকাতার ক্ষেত্রে পূর্বাভাস— আগামী শনিবার হবে তীব্র ঝড়, সেইসঙ্গে প্রবল বৃষ্টি।
এদিকে রাজ্যের জন্য একাধিক সতর্কতা জারি করল আলিপুর আবহাওয়া দফতর। কৃষকদের বলা হয়েছে, বোরো ধান যদি ৮০% পেকে যায় তাহলে তা দ্রুত কেটে ফেলাই শ্রেয়। এইসঙ্গে মৎসজীবীদের আজ থেকেই সমুদ্র যেতে নিষেধ করা হয়েছে। যাঁরা ইতিমধ্যে সমুদ্রে চলে গেছেন তাঁদের ১ তারিখের মধ্যে ফিরে আসতে বলা হয়েছে।