রেলের টিকিট বুকিং (Booking train tickets) হয় কাউন্টার থেকে, নাহলে ব্যক্তিগত ভাবে আইআরসিটিসি (IRCTC) থেকে বুকিং করা যায়। বুকিং এজেন্টরা সরকারি নিয়ম মেনে এজেন্ট হিসেবে নিজেদের নাম নথিভুক্ত করেন তারপর রেল কর্তৃপক্ষের অনুমতি পেলে বুকিং করতে পারেন তারা। কিন্তু নজরদারি এড়িয়ে কিছু অসাধু মানুষ অবৈধভাবে করে চলেছে আর এতে সমস্যায় পড়ছেন সাধারণ মানুষ। এবার এরকমই একটি ঘটনা সামনে এল বারুইপুরে (Baruipur)।
একটি সাইবার ক্যাফে (Cybercafe ) খুলে অবৈধভাবে রেলের টিকিট বুকিং করছিলো শর্মিষ্ঠা নস্কর নামে এক তরুণী। বৃহস্পতিবার দুপুরে খবর পেয়ে তার অফিসে হানা রেল দফতরের ক্রাইম ইন্টেলিজেন্স ব্রাঞ্চ। ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগণার (South 24 Parganas) বারুইপুরের (Baruipur) নজরুল সরণী (Nazrul Sorani) এলাকায়। ধৃতের সইবার ক্যাফে থেকে কম্পিউটার সহ বেশ কিছু নথি বাজেয়াপ্ত করেছে রেল পুলিশ। তারপরে গ্রেফতার করা হয় ঐ তরুণীকে ।
তদন্তে প্রকাশ আইআরসিটিসির (IRCTC) এজেন্ট ছিল না ঐ তরুণী। তা সত্ত্বেও গত দু বছরের বেশি সময় ধরে সাইবার ক্যাফে খুলে সেখান থেকে অবৈধ ইউজার আইডি তৈরি করে সবার চোখের সামনেই কীভাবে রেলের টিকিট বুকিং করছিলো প্রশ্ন উঠছে সে বিষয়ে। তাহলে কি তার সঙ্গে যোগসাজশ ছিল রেলের সঙ্গে যুক্ত কোনো ব্যক্তির প্রশ্ন সাধারণ মানুষের ।
গোপন সূত্রে সেই খবর পেয়ে, বৃহস্পতিবার দুপুরে আরপিএফ (RPF) এর ক্রাইম ইন্টেলিজেন্স ব্রাঞ্চের (Crime Intelligence Branch) অফিসাররা একযোগে বারুইপুর আরপিএফ (Baruipur RPF) ও বারুইপুর থানার পুলিশকে সঙ্গে নিয়ে বারুইপুর নজরুল সরণির (Nazrul Sorani) ঐ সাইবার ক্যাফেতে হানা দেন। বাজেয়াপ্ত করা হয় একটি মনিটর ও সিপিইউ সহ গুরুত্বপূর্ণ নথি। বারুইপুর রেন্ডার এক্সপোর্ট ডিজিটাল অ্যান্ড ক্যাফে (Digital & Cafe) নামক ঐ সাইবার ক্যাফেতে দেখা যায় প্রধানমন্ত্রী যোজনার বিভিন্ন স্কিমের কাজ , সার্টিফিকেটের কাজ ও ন্যাশনাল স্কলারশিপের কাজ হয় বলে নোটিশ লাগানো আছে ।