বাংলার সঙ্গে তাঁর সম্পর্ক বোঝাতে মোদীর কথায় এল লালন ফকির, রবি ঠাকুর, নজরুল ইসলাম, জীবনানন্দ দাসের নাম। এদিন ব্রিগেডের সভায় বেলুড় মঠের স্মৃতি তুলে ধরলেন মোদী। তিনি বলেন, বাংলার সঙ্গে তাঁর দীর্ঘদিনের সম্পর্ক। মোদী বলেন, “স্বামী আত্মানন্দ মহারাজের ছাত্র ছিলাম আমি। যদিও উনি আজ আর আমাদের মধ্যে নেই। তবে ওঁনার আর্শিবাদ ছাড়া আমি চলতে পারি না। স্বামী আত্মানন্দ মহারাজ আমার জীবনের চলার পথ বদলে দিয়েছে। দেশগড়ার স্বপ্ন গুরুজীই আমাকে দেখিয়েছে। তাই আমি ওঁনার আদেশে দেশগড়ার কাজ করে চলেছি।” তৃণমূল সরকারকে কটাক্ষ করে মোদী বলেন সাংস্কৃতিক পরিপূর্ণ রাজ্যে গুণ্ডাগিরি বেশিদিন চলবে না।
নীল বণিক
2019-04-04