পঞ্চম দফায় রাজ্যের ৭টি আসনে ভোট গ্রহণ হবে। সেগুলো হল বনগাঁ, ব্যারাকপুর, আরামবাগ, হাওড়া, উলুবেড়িয়া, শ্রীরামপুর ও হুগলি লোকসভা কেন্দ্র। মোট ৫২৮ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী থাকবে।
পঞ্চম দফা নির্বাচনে কোন এলাকায় কত সংখক কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের থাকবে তা হল –
বারাসাত ৫৫ কোম্পানি
বারাকপুর ৫০ কোম্পানি
বসিরহাট ১২ কোম্পানি
চন্দননগর ৫২ কোম্পানি
হুগলি রুরাল ১৫৪ কোম্পানি
হাওড়া পিসি ৪৮ কোম্পানি
হাওড়া রুরাল ১১৯ কোম্পানি
নদিয়া ২১ কোম্পানি
পশ্চিম মেদিনীপুর ১৭ কোম্পানি
এছাড়া বাকি ৫০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী কে পরের দফায় ভোটের জন্য সেই লোকসভা কেন্দ্র গুলিতে পাঠিয়ে দেওয়া হয়েছে। বিশেষ করে পরবর্তী দফায় যে সব জায়গায় মাও অধ্যুষিত রয়েছে। পঞ্চম দফার নির্বাচনে ১০০ শতাংশ বুথেই থাকবে কেন্দ্রীয় বাহিনী। এমনটাই নির্বাচন কমিশন সূত্রে খবর।