শুক্রবার থেকেই শহরে আধা সামরিক বাহিনী৷ লোকসভা নির্বাচন শান্তিপুর্ণ করতে মোট ১০ কম্পানি আধা সামরিক বাহিনী আনা হবে এরাজ্যে৷
ভোটের প্রায় এক মাস আগেই রাজ্যে এসে পৌঁছচ্ছে কেন্দ্রীয় বাহিনী৷ রাজ্যের বিভিন্ন প্রান্তে এখন থেকেই মোতায়েন থাকবে কেন্দ্রীয় বাহিনী৷ স্পর্শকাতর এলাকাগুলি কে চিন্হিত করে নির্বাচন কমিশন কোথায় কত কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করবে তার সিদ্ধান্ত নেবে৷
শহরেও মোতায়ে থাকবে কেন্দ্রীয় বাহিনী৷ সকাল ৮টা থেকে দুপুর ১২ টা এবং বিকেল ৪টে থেকে রাত ৯ টা পর্যন্ত প্রতিদিন রুট মার্চ হবে বলে জানা গিয়েছে৷ কলকাতা পুলিশের প্রতি ডিভিশনে ১০ জন করে আধা সামরিক বাহিনীর সেনারা উপস্থিত থাকবে এই রুট মার্চে বলে সুত্রের খবর৷ শহরের স্পর্শকাতর এলাকা সহ সহরতলির এলাকায় মোতায়েন থাকবেন তারা৷
সুত্রের খবর নির্বাচনের আগে এই এলাকাগুলি থেকেই মুলত অস্ত্র ঢোকানোর চেষ্টা করে অপরাধিরা৷ সেই কারনেই শহরের প্রবেশ এবং বাহিরে যাওয়ার পথে মুলত তারা নজরদারি চালাবেন৷ ইতিমধ্যেই কলকাতা পুলিশ স্পর্শ কাতর এলাকার একটি তালিকা তৈরি করেছে৷ শহরের স্পর্শকাতর এলাকার তালিকা তুলে দেওয়া হবে কেন্দ্রীয় বাহিনীর হাতে৷ ঠিক একই ভাবে রাজ্যের সীমান্তগুলিতে বিশেষ ভাব নজর রাখবে আধা সামরিক বাহিনী৷