রাষ্ট্রপতি নির্বাচনে এনডিএ প্রার্থী দ্রৌপদী মুর্মুর জয় প্রত্যাশিত ছিল। তাই হয়েছে। দেশের প্রথম জনজাতি রাষ্ট্রপতি হচ্ছেন দ্রৌপদী। তবে এই মুহূর্তে রাষ্ট্রপতি পদে বিজেপি প্রার্থীর জয়লাভের থেকেও বেশি আলোচনা চলছে ক্রস ভোট নিয়ে। জানা গেছে, গোটা দেশে এনডিএ শিবিরের বাইরে প্রায় ১০০ জন দ্রৌপদীকে ভোট দিয়েছেন। শুধু তাই নয়, এই ঘটনা বাংলাতেও হয়েছে।
পশ্চিবঙ্গ বিধানসভা থেকে দ্রৌপদী মুর্মু মোট ৭১ জন বিধায়কের ভোট পেয়েছেন। এর মধ্যে বিজেপির বিধায়ক সংখ্যা ৭০। তাহলে কী এক জন তৃণমূল বিধায়ক বিজেপি প্রার্থী দ্রৌপদীকে ভোট দিয়েছেন? এটাকে ক্রস ভোট আখ্যা দিয়েছেন শুভেন্দু অধিকারী।
রাষ্ট্রপতি নির্বাচনে বিজেপির পক্ষ থেকে পদপ্রার্থী হন দ্রৌপদী মুর্মু, অপরদিকে প্রাক্তন বিজেপি সাংসদ যশবন্ত সিনহাকে প্রতিপক্ষ হিসেবে দাঁড় করায় বিরোধী শিবির। তবে এর মাঝে উঠতে শুরু করে ‘ক্রস ভোট’ প্রসঙ্গ। রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী দাবি করেন, ‘বাংলায় আমাদের বিধায়ক সংখ্যা ৭০ হলেও তার থেকে বেশি ভোট পড়বে’। বর্তমানে সেই দৃশ্যই চোখে পড়ল।
শুভেন্দু টুইটে আরও দাবি করছেন, লোকসভা এবং রাজ্যসভা মিলিয়ে মোট ৩৪ জন তৃণমূল সাংসদ পশ্চিমবঙ্গ বিধানসভায় রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিয়েছেন। তাঁদের মধ্যে চারজন দ্রৌপদী মুর্মুর পক্ষে ভোট দিয়েছেন বলে দাবি বিরোধী দলনেতার। এই চারজনের মধ্যে দুই সাংসদের ভোট বৈধ বলে গণ্য হলেও বাকি দু’ জনের ভোট বাতিল হয়ে গিয়েছে বলে দাবি তাঁর। চার তৃণমূল সাংসদকেই অবশ্য অভিনন্দন জানিয়েছেন শুভেন্দু।