তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দেওয়ায় দুই কৃষকের ফসল নষ্ট করে দেওয়ার অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে উত্তর ২৪ পরগণার গাইঘাটা থানার ঝাউডাঙ্গার গদাধরপুর এলাকায়। এব্যাপারে গাইঘাটা থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। অভিযোগ, গ্রেফতার তো দূরে থাক, এখনও পর্যন্ত তদন্ত করতে এলাকায় আসেনি পুলিশ।
অভিযোগ, গত সপ্তাহে বিজেপির একটি মিটিংয়ে যান কৃষক ভজন ঘোষ ও তাঁর দাদা শচীন ঘোষ। মিটিং থেকে ফেরার পথে স্থানীয় তৃণমূল নেতারা রাস্তায় আটকিয়ে হুমকি দিয়ে বলে ”কাজটা ভাল হচ্ছে না। তৃণমূল ছেড়ে বিজেপি করলে ক্ষতিটা তোদেরই হবে।” এই ঘটনার কথা স্থানীয় বিজেপি নেতৃত্বকে জানান। এর দু’দিন পরেই দেখা যায় ওই পরিবারের ৩০ কাঠা জমির পটল, বেগুন, কাঁকরোলে ঘাস মারা বিষ দিয়ে দিয়েছে। এরমধ্যে ভজন ঘোষের জমি সাড়ে ১৮ কাটা। ভজনবাবুর দাবি বিজেপির মিটিংয়ে যাওয়ার কারণে আমার তিন লক্ষ টাকার ফসল নষ্ট করে দিয়েছে তৃণমূল কর্মীরা।
এলাকার বিজেপি নেতা রাজা কপাট বলেন, এই গ্রামে তৃণমূলের অবস্থা খুবই খারাপ। তাই তৃণমূলের হার্মাদ বাহিনী কৃষকদের ফসল নষ্ট করছে। যদিও তৃণমূল নেতৃত্ব ঘটনার কথা অস্বীকার করেছেন।