ভালো নেই ‘ফেলুদা’৷ অভ্যন্তরীণ রক্তক্ষরণই এখন চিকিৎসকদের কাছে চিন্তার কারণ৷ পরিস্থিতি সামাল দিতে ৪ ইউনিট রক্ত দেওয়া হয়েছে৷ রবিবার রাতেই তৃতীয়বার ডায়ালিসিস হয়েছে সৌমিত্র চট্টোপাধ্যায়ের৷
বেলভিউ হাসপাতাল সূত্রে খবর, সৌমিত্রবাবুর শারীরিক অবস্থা খতিয়ে দেখতে আজ ফের বসবে মেডিক্যাল বোর্ড৷ বর্ষীয়ান অভিনেতাকে পরীক্ষা করে দেখার পর চিকিৎসা সংক্রান্ত পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে৷
সূত্রের খবর,অভ্যন্তরীণ রক্তক্ষরণই এখন চিকিৎসকদের কাছে চিন্তার কারণ৷ রবিবার থেকেই ফের তার শারীরিক অবস্থার অবনতি হতে শুরু করে৷ এরপরই চিকিৎসকরা সিটি অ্যাঞ্জিওগ্রাফি করে রক্তক্ষরণের উৎসস্থল চিহ্নিত করেন৷ পরিস্থিতি সামাল দিতে ৪ ইউনিট রক্ত দিতে হয় বর্ষীয়ান অভিনেতাকে৷ একাধিক ব্লাড ট্রান্সফিউশন করার পর প্লেটলেট আর হিমোগ্লোবিনের মাত্রা কিছুটা নিয়ন্ত্রণে আসে তার৷ তবে আগের মতোই ভেন্টিলেশন সাপোর্টে রয়েছেন ‘ফেলুদা’৷
বর্ষীয়ান অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায়ের কিডনির সমস্যা ধরা পড়ায় এর আগেও পর পর দু’দিন ২ বার ডায়ালিসিস করা হয়৷ এবার তৃতীয়বার তার ডায়ালিসিস হওয়ার কথা৷ গত ৬ অক্টোবর থেকে হাসপাতালে ভরতি আছেন ৮৫ বছরের অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায়৷ অর্থাৎ ২৫ দিন ধরে তিনি হাসপাতালে৷
এই মূহুর্তে তার শারীরিক অবস্থার অবনতি হলেও, মাঝে সুস্থ হয়ে উঠেছিলেন। তাঁর করোনাভাইরাস রিপোর্টও নেগেটিভ আসার পর সবাই স্বস্তির নিঃশ্বাস ফেলেছিলেন৷ পরিবারের সদস্যদের সঙ্গে আলোচনা করে বর্ষীয়ান অভিনেতাকে ‘এন্ডোট্র্যাকিয়াল ইনটিউবেশন’ তথা ভেন্টিলেশনে রেখে চিকিৎসা চলছে৷
করোনা মুক্ত হওয়ার পর আশা দেখছিলেন তাঁর গুণমুগ্ধরা। কিন্তু অষ্টমী থেকেই ফের উদ্বেগের কথা শোনাচ্ছেন চিকিৎসকেরা। নার্সিংহোমের তরফে জানানো হয়েছে, এখনও বিপদ কাটেনি সৌমিত্র চট্টোপাধ্যায়ের। সমস্যা বাড়িয়েছে তার মস্তিষ্কে সংক্রমণ বা কোভিড এনসেফ্যালোপ্যাথি।
সৌমিত্রকে প্লাজমা থেরাপি ও মিউজিক থেরাপি দেওয়া হয়েছে৷ তাতে কিছুটা সুফল পাওয়া গিয়েছিল৷ কিন্তু বয়স এবং কো-মর্বিডিটির বিষয় দু’টি চিকিৎসার ক্ষেত্রে মাঝেমধ্যে বাধা হয়ে দাঁড়াচ্ছে। করোনা আক্রান্ত হওয়ার পর দীর্ঘদিন ধরে তিনি ভর্তি বেলভিউ হাসপাতালে।
বাংলা ও বাঙালির গর্ব, বাংলা চলচ্চিত্র জগতের অন্যতম শ্রেষ্ঠ অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায় তথা ‘ফেলুদা’ ও ‘উদয়ণ পণ্ডিত’ এর শারীরিক অবস্থা স্থিতিশীল৷
এর আগে হাসপাতাল সূত্রে জানানো হয়েছিল, ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন সৌমিত্রবাবু৷ কিন্তু বুধবার তার ডায়ালিসিসের সিদ্ধান্ত নিয়েছেন চিকিৎসরা৷