দুর্গাপুজো, দীপাবলির পর এবার বড়দিন-বর্ষবরণ পালনের ক্ষেত্রেও কড়া কোভিড বিধি জারি করার পথে রাজ্য সরকার। জানা গিয়েছে, করোনা ভাইরাসের (Coronavirus) সংক্রমণ রুখতে পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকে অ্যালেন পার্কে যে ক্রিসমাসের (X-Mas) উদ্বোধন অনুষ্ঠান হয়, তা ভার্চুয়াল পদ্ধতিতে হবে এবছর। অর্থাৎ নবান্ন থেকেই এই অনুষ্ঠানের সূচনা করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এছাড়াও, কলকাতা পুলিশ সূত্রে জানা গিয়েছে, বড়দিনের সপ্তাহ খানেক আগে থেকেই পার্ক স্ট্রিট, শেক্সপিয়র সরণি, ক্যামাক স্ট্রিট, নিউ মার্কেট-সহ মধ্য কলকাতার একাধিক জায়গায় কীভাবে মানুষ শারীরিক দূরত্ব বজায় রেখে চলাফেরা করবেন, সে সংক্রান্ত বিষয় নিয়েই এখন ভাবনা-চিন্তা চলছে। এই এলাকার পানশালা এবং রেস্তোরাঁগুলিতেও এই মর্মে সচেতনতামূলক প্রচার করা হবে বলেই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
জানা যাচ্ছে, এই এলাকায় ভিড় নিয়ন্ত্রণের জন্য ডিসেম্বরের প্রথম সপ্তাহ থেকেই রাস্তায় বিশাল পুলিশ বাহিনী মোতায়েন হবে। পার্ক স্ট্রিটের একাধিক জায়গায় নির্মাণ হবে ওয়াচ টাওয়ার। পার্ক স্ট্রিট ফ্লাইওভারের লাগানো হবে ভিউ ব্রেকার পর্দা। রেস্তোরাঁয় প্রবেশের ক্ষেত্রে হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার এবং মাস্ক পড়া বাধ্যতামূলক করা হয়েছে। চার্চে প্রবেশের ক্ষেত্রেও কঠোর কোভিড বিধি আরোপ করা হবে। কোভিড-১৯ (Covid-19) সংক্রমণ এড়াতে কোন পথে এগোতে হবে, এখন সেটাই ভাবাচ্ছে কলকাতা পুলিশকে। ইতিমধ্যে ইউরোপের দেশগুলি কোভিডের দ্বিতীয় আক্রমণে কার্যত বিপর্যস্ত। কয়েকটি দেশে কোভিড বিধি মেনেই বড়দিন এবং নববর্ষ পালন হবে বলে সিদ্ধান্ত হয়েছে। কাজেই, সংশ্লিষ্ট দেশগুলো কীভাবে করোনাকে মোকাবিলা করে ক্রিসমাস ও নতুব বছর পালন করে, সেটাই এখন দেখার বিষয়। তার সঙ্গে কলকাতা কতটা তাল মেলাতে পারে, তা সময়ই বলবে।