দেশে বেশকিছুদিন ধরে করোনা আক্রান্তের সংখ্যা কমছে। ধীরে ধীরে কমছে দৈনিক সংক্রমণ। ইতিমধ্যে বেশকিছু রাজ্যে পরিষেবায় ছাড় দেওয়া হচ্ছে। যার মধ্যে দিল্লি,উত্তরপ্রদেশ,বিহার, অরুণাচলপ্রদেশ,মিজোরাম এই সমস্ত রাজ্যগুলিতে পরিষেবায় ছাড় দেওয়া হয়েছে। এদিকে দিল্লিতে ও বেশকিছু পরিষেবায় ছাড় মিলছে। জানালেন কেজরিওয়াল সরকার।
দিল্লিতে ৩১ মে থেকে ছাড় দেওয়া হয়েছে বেশ কিছু পরিষেবার। কারখানাগুলোর ওপর রয়েছে ছাড়. যদিও আরও এক সপ্তাহ চলবে দিল্লিতে লকডাউন। তারমধ্যে চলবে আনলক প্রক্রিয়া। তবে ছাড় থাকবে বেশকিছু জিনিসের ওপর।
এদিকে উত্তরপ্রদেশে ও কন্টেইনমেন্ট জোনের বাইরে খোলা থাকবে দোকান। সকল ৭ টা থেকে সন্ধ্যে ৭ টা পর্যন্ত খোলা থাকবে দোকান। এছাড়া বাজার ও থাকবে খোলা। সবজি বিক্রি করা যাবে সেখানে। সাফ জানালেন সরকার। অন্যদিকে মহারাষ্ট্রে ও ১৫ দিনের জন্য লকডাউন জারি থাকলেও বেশ কিছু জিনিসের ওপর মিলেছে ছাড়। অফিসে ২৫ শতাংশ কর্মী নিয়ে কাজ করা যাবে। তবে লকডাউনের জেরে করোনা সংক্রমণ কমে যাওয়ায় দিল্লি সহ আরও অন্যান্য রাজ্যগুলি ছাড় পেল বেশ কিছু পরিষেবা।
2021-05-31