পশ্চিমবঙ্গে(west bengal) কোভিড আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ১৩৩ জনের, বর্তমানে আক্রান্তের সংখ্যা ১২৫৯। মঙ্গলবার সকালে স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে যে তথ্য প্রকাশ করা হয়েছে, তাতে বলা হয়েছে রাজ্যে করোনা আক্রান্তের সংখ্যা ১২৫৯। মৃতের সংখ্যাও একলাফে বেড়ে হয়েছে ১৩৩! এই প্রথম কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের (Health Ministry) সঙ্গে রাজ্য সরকারের দেওয়া তথ্য মিলিয়ে গেল। এ প্রসঙ্গে মুখ্যসচিব রাজীব সিনহা (Rajiv Sinha) বলেন, ‘‘আমরা স্পষ্ট করে দিচ্ছি, এত দিন আমরা অ্যাক্টিভ কেসের সংখ্যা জানিয়েছিলাম। এ দিন থেকে মোট কেস দেব। কারণ, এটা নিয়ে বিভিন্ন মহলে বিভ্রান্তি থাকছে কতটা অ্যাক্টিভ, কতটা টোটাল। গত কয়েক দিনে আমাদের স্বাস্থ্য দফতরের বুলেটিনে মোট সংখ্যা দেওয়া হয়নি।”
রাজ্যে করোনা ভাইরাসে (Coronavirus) আক্রান্ত হয়ে সবচেয়ে বেশী মৃত্যুর হয়েছে কলকাতাতেই।সোমবার সন্ধ্যায় স্বাস্থ্য দপ্তর যে তালিকা প্রকাশ করেছে, তাতে এমনটাই দেখা গিয়েছে। সোমবার পর্যন্ত রাজ্যে মোট ‘কনফার্মড’ করোনা আক্রান্তের সংখ্যা ১২৫৯। তার মধ্যে অ্যাক্টিভ করোনা আক্রান্ত ৯০৮ জন। নভেল করোনা ভাইরাসের সংক্রমণের কারণে মৃত্যু হয়েছে মোট ৬১ জনের। কলকাতায় ৩৫, হাওড়ায় ১২, উত্তর ২৪ পরগনায় ১০ এবং দক্ষিণ ২৪ পরগনা, হুগলি, জলপাইগুড়ি ও কালিম্পঙে এক জন করে মারা গিয়েছেন। করোনার পাশাপাশি অন্য অসুখও ছিল, এমন মৃত ব্যক্তির সংখ্যা ৭২। মোট মৃত্যুর সংখ্যা ১৩৩।