অনেকেরই হয়তো মনে আছে ভারতে যখন করোনা প্রথম দাঁত, নখ বসাতে শুরু করেছিল তখন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এপ্রিল মাসে রাত ৯ টায় ৯ মিনিটের জন্য করোনার যোদ্ধাদের প্রতি শ্রদ্ধা জানানোর জন্য প্রদীপ জ্বালানোর কথা বলেছিলেন। প্রধানমন্ত্রী নিজে প্রদীপ জ্বালিয়ে কয়েকটি ছবি টুইটারে শেয়ার করেছিলেন। এই ছবিই এখন রেকর্ড গড়েছে।
৫ এপ্রিল প্রধানমন্ত্রী মোদী এই টুইট করেছিলেন। সেই থেকে এখন অবধি রিটুইট করা এটিই দেশের পয়লা নম্বরের রাজনৈতিক টুইটে পরিণত হয়েছে। এই টুইটটির বিশদে গেলে দেখা যাবে, এই টুইটটি ১.১৮ লক্ষ বার রিটুইট করা হয়েছে। ২০২০ সালে টুইট করা যে কোনও রাজনৈতিক নেতার টুইটের ভিত্তিতে এটার রিটুইট সর্বোচ্চ।
করোনা যোদ্ধাদের প্রতি সম্মান জানিয়ে প্রধানমন্ত্রী তার টুইটারে লিখেছিলেন,
“শুভ করোতি কল্যাণম আরোগ্য ধনসম্পদ
শত্রুবুদ্ধি বিনাশয় দীপজ্যোতি নমুস্তূতে।”
লোকেরা টুইটটি এত বেশি শেয়ার করেছেন যে সেটি রেকর্ড হয়ে গিয়েছে। অন্যদিকে টুইটারে মোদীর ফলোয়ার সংখ্যা রয়েছে ৬.৪ কোটিরও বেশি। রাজনীতিবিদদের মধ্যে সর্বাধিক ফলোয়ারের রেকর্ডও রয়েছে প্রধানমন্ত্রীর।
উল্লেখ্য, বছরের শেষে সেই বছরের সবচেয়ে বেশি লাইক, শেয়ার ও ভাইরাল হওয়া ছবি আবার শেয়ার করে টুইটার। সেই শেয়ার হওয়া রিপোর্টে দেখা গিয়েছে মোদীর ‘৯ টা বেজে ৯ মিনিট’-এর টুইট গড়েছে নতুন রেকর্ড।