বাংলায় একদিনে ৪৪ জনের মৃত্যু হয়েছে৷ এদের মধ্যে দু’টি জেলাতেই মৃতের সংখ্যা ২৯ জন৷ আর বাকি ২১ জেলায় গত ২৪ ঘন্টায় মৃত্যু হয়েছে মাত্র ১৫ জনের৷
শনিবার সন্ধ্যায় রাজ্য স্বাস্থ্য ভবন বুলেটিনের তথ্য অনুযায়ী,কলকাতায় একদিনে ১৬ জনের মৃত্যু হয়েছে৷ আর উত্তর ২৪ পরগণায় ১৩ জনের৷ হাওড়ার ৫ জন৷ দক্ষিণ ২৪ পরগণা ও নদিয়ায় ২ জন করে৷ এছাড়া হুগলি,পূর্ব বর্ধমান, পশ্চিম মেদিনীপুর,বীরভূম,মুর্শিদাবাদ ও উত্তর দিনাজপুরে ১ জন করোনা আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে৷
রাজ্যে মোট মৃতের সংখ্যা ৯,০১০ জন৷ এদের মধ্যে শুধু কলকাতায় মৃত্যু হয়েছে ২,৭৭১ জনের৷ আর উত্তর ২৪ পরগণায় মোট ২,১৪২ জনের মৃত্যু হয়েছে৷ এই দুই জেলায় মোট মৃত্যু ৪,৯১৩ জন৷ এবং বাকি ২১ জেলায় মাত্র ৪,০৯৭ জনের মৃত্যু হয়েছে৷
কলকাতায় মোট আক্রান্ত ১ লক্ষ ১৫ হাজার ৫৭৪ জন৷ এবং উত্তর ২৪ পরগণায় মোট আক্রান্ত ১ লক্ষ ৯ হাজার ৭০ জন৷ যদিও এই জেলায় মোট সুস্থ হয়ে উঠেছেন ১ লক্ষ ২ হাজার ৩১১ জন৷ আর কলকাতায় মোট সুস্থ হয়ে উঠেছেন ১ লক্ষ ৭ হাজার ২৬৫ জন৷
যার ফলে বর্তমানে উত্তর ২৪ পরগণায় চিকিৎসাধীন ৪,৬১৭ জন৷ অপরদিকে কলকাতায় ৫,৫৩৮ জন৷ একদিনে কমেছে যথাক্রমে ৯৩ ও ৮৪ জন৷
কলকাতা ও উত্তর ২৪ পরগনা ছাড়া উদ্বেগ বাড়াচ্ছে আরও কয়েকটি জেলার সংক্রমণ৷ এগুলো হল -হাওড়া, দক্ষিণ ২৪ পরগণা, হুগলী,দুই বর্ধমান,বাঁকুড়া,দুই মেদিনীপুর, নদীয়া,মুর্শিদাবাদ,মালদা,জলপাইগুড়ি, দার্জিলিং ও কোচবিহার৷
এদিনের স্বাস্থ্য দফতরের বুলেটিন অনুযায়ী, মোট আক্রান্ত যথাক্রমে
হাওড়া (৩২,৯৯০),দক্ষিণ ২৪ পরগনায়(৩৪,১৩১),হুগলী (২৬,৭৯৪),পশ্চিম বর্ধমান (১৪,১৬৬),পূর্ব বর্ধমান ( ১১,৪১১) জন, পূর্ব মেদিনীপুর ( ১৯,০৫৭), পশ্চিম মেদিনীপুর (১৮,৯৫৪) জন৷
এছাড়া বাঁকুড়া (১০,৬৬৩)জন,নদীয়া ( ১৯,৯৮২) জন,মুর্শিদাবাদ (১১,৩৬৬) জন, মালদা ( ১১,৯৪৪) জন, জলপাইগুড়ি (১৩,৫০৪) জন, দার্জিলিং (১৬,৬৯৪) জন ও কোচবিহার ( ১১,১৮০) জন৷ বাকি জেলায় সংক্রমণ ১০ হাজারের নিচে৷
বি: দ্র: – প্রতিদিন সন্ধ্যায় রাজ্য স্বাস্থ্য ভবন থেকে যে বুলেটিন প্রকাশিত হয়,তা আগের দিন সকাল ৯ টা থেকে তার পরের দিনের সকাল ৯ টা পর্যন্ত পরিসংখ্যান৷