মহাষষ্ঠীর দিনে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে দাঁড়ালেন তৃণমূল বিধায়ক মদন মিত্র। তিনি সাফ জানালেন যে, দলের কেউ দুর্নীতিতে জড়ালে সেটা তৃণমূল সুপ্রিমোর দায়িত্ব নয়। তিনি আরও দাবি করেন যে, মুখ্যমন্ত্রীর প্রতি অন্যায় হচ্ছে।
মদন বলেন, “শোভন এর আগে বলেছে, ও আর বৈশাখী লিভ ইন করছে। এ ক্ষেত্রে কারোর কোন কথা বলা ঠিক নয়। আমরা বাঙালিরা আসলে অন্যের ব্যাপারে বড্ড মাথা গলাই। পার্থদার জন্য আমার খারাপ লাগছে। ও যদি নিজের ব্যাপারে মাথা ঘামাতো, তাহলে পস্তাতে হত না”।
ষষ্ঠীর দিনে মুলত এক বেসরকারি মাধ্যমের তরফে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। এই অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্যই মদন মিত্র শোভন এবং বৈশাখীর বাড়িতে পৌঁছালে একাধিক প্রশ্নের সম্মুখীন হতে হয় তাঁকে। তখনই কার্যত তৃণমূল সুপ্রিমোর হয়ে ব্যাট ধরলেন তিনি।