প্রাইমারি টেটে ফের দুর্নীতি? অডিও ক্লিপ পোস্ট করে বিস্ফোরক দাবি বিজেপি নেতা তরুণজ্যোতির

দুর্নীতি কাণ্ডকে কেন্দ্র করে উত্তাল পুরো বাংলা। দীর্ঘ সময়ের বিরতির পর রাজ্যে আয়োজিত হল বহু প্রতীক্ষিত টেট পরীক্ষা। এই পরীক্ষার আগে যদিও ইস্যুটিকে কেন্দ্র করে পুরো রাজ্যই উথাল পাথাল হয়েছে। মামলার জল এতদূর গড়িয়ে যায় যে, গ্রেফতার হন প্রাথমিক শিক্ষা সংসদের সভাপতি মানিক ভট্টাচার্যও।

অবশেষে বাধাবিপত্তি কাটিয়ে পরীক্ষার আয়োজন করা হলে দলে দলে বিবাহিত-অবিবাহিত মহিলা ও পুরুষদের পরীক্ষা দিতে দেখা যায়। বিভিন্ন লিঙ্গবর্ণ নির্বিশেষে লক্ষ লক্ষ চাকরিপ্রার্থী আশায় বুক বেঁধে পরীক্ষা দিতে যান। কিন্তু, সম্প্রতি এমনই এক অডিও প্রকাশ্যে এলো, যেটিকে কেন্দ্র করে দুর্নীতি কাণ্ডকে কেন্দ্র করে আবারও প্রশ্ন উঠতে শুরু করল।

সম্প্রতি একটি অডিও ক্লিপ প্রকাশ্যে আসে। নিজের ফেসবুক আইডি থেকে সেই অডিও ক্লিপটি পোস্ট করেন কলকাতা হাইকোর্টের আইনজীবী তরুণজ্যোতি তিওয়ারি। অডিওটি পোস্ট করে তিনি দাবি করেন যে, প্রাইমারী টেটকে কেন্দ্র করে তেহট্টের তৃণমূল বিধায়ক তাপস সাহা অপর একজনের সঙ্গে টাকা পয়সা লেনদেন নিয়ে কথা বলছেন।

পোস্টটির সঙ্গে তরুণজ্যোতি তিওয়ারি লেখেন, “প্রাইমারি, আপার প্রাইমারি সহ বিভিন্ন নিয়োগ প্রক্রিয়ায় দুর্নীতির সিনেমার প্রথম পার্ট আজকের রিলিজ করলাম। সিবিআই তদন্ত করছে কিন্তু এই মামলার ফাইলগুলো এখনও তাদেরকে কেন দেওয়া হয়নি তার উত্তর পুলিস মন্ত্রী দিক। পুরো রেকর্ড, সবকটা অডিও এবং বেশ কিছু ভিডিও কোর্টে জমা হবে আগামী সপ্তাহে। সম্পূর্ণ সিনেমা না হয় তখনই দেখবেন”। তাঁর আরও সংযোজন, ” ‘এই তথ্য যদি মিথ্যে হয় তাহলে তাপস সাহা কে অনুরোধ করবো আমার নামে মানহানির মামলা করতে। । কোর্টে দেখা তো এমনিতেই হবে। এসিবি উত্তর তৈরি রাখুক, কেন তাপস সাহা কে আজ পর্যন্ত অ্যারেস্ট করা হলো না। । কার অনুপ্রেরণা কাজ করেছে? “

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.