এবার করোনা থাবা পশ্চিমবঙ্গ বিধানসভায় : ২৬ জুলাই পর্যন্ত বন্ধের নির্দেশ স্পিকারের

এবার করোনা ভাইরাসের (Coronavirus) সংক্রমণের থাবা পশ্চিমবঙ্গ বিধানসভায় (West Bengal Legislative Assembly)। বুধবার জানা গিয়েছে বিধানসভার টাইপিস্ট করোনা পজিটিভ। তাই এদিন থেকে ২৪ জুলাই পর্যন্ত বিধানসভার সমস্ত দফতর বন্ধ করে দেওয়া হয়েছে। ২৫ ও ২৬ জুলাই শনি, রবি পড়েছে। তাই একবারে বিধানসভা খুলবে ২৭ জুলাই। এমনটাই জানিয়েছেন স্পিকার বিমান বন্দোপাধ্যায় (Biman Banerjee)। করোনা ভাইরাসের সংক্রমণ শুরু হওয়ার সময় থেকেই কড়া বন্দোবস্ত করা হয়েছিল পশ্চিমবঙ্গ বিধানসভায়। বন্ধ রাখা হয়েছিল যাবতীয় কার্যকলাপ। কিন্তু লকডাউন উঠে যাওয়ার পর ধীরগতিতে বিধানসভার সচিবালয়ের কাজকর্ম শুরু হয়। নিজের দপ্তরে যাতায়াত শুরু করেন স্পিকার।

কিন্তু সেই সময় বিধায়কদের যাতায়াত তথা বিধানসভার স্ট্যান্ডিং কমিটির বৈঠক শুরু করতে দেননি স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়। এসবের মধ্যেই করোনা সংক্রমণে সংক্রমিত হন শাসকদলের মুখ্য সচেতক নির্মল ঘোষ। তাঁর সংস্পর্শে আশায় দপ্তরের কর্মীদের ১৪ দিনের হোম কোয়ারান্টিনে থাকার নির্দেশ দিয়েছিলেন স্পিকার। কিন্তু এদিন বিধানসভার টাইপিস্ট কোভিড সংক্রমণে আক্রান্ত হলে বিধানসভা আপাতত দুই সপ্তাহের জন্য বিধানসভা বন্ধের নির্দেশ দিয়েছেন তিনি। প্রসঙ্গত, স্বরাষ্ট্র দফতরের স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান তমোনাশ ঘোষ করোনা ভাইরাসের সংক্রমণে মারা গিয়েছেন। করোনা ভাইরাসে আক্রান্ত হয়েও সুস্থ হয়েছেন মন্ত্রী সুজিত বসু। মার্চ মাসের পর অবশ্য এরা দুজনেই বিধানসভায় পা রাখেন নি। অন্যদিকে, দক্ষিণ দিনাজপুরের কুমারগঞ্জ বিধানসভা নিয়ে থেকে নির্বাচিত তৃণমূল (TMC) বিধায়ক তোরাফ হোসেন মন্ডলও করোনায় আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন। ঘটনাচক্রে, আগামী আগস্ট মাসে পশ্চিমবঙ্গ বিধানসভার বাদল অধিবেশনের কর্মসূচি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.