গতকালই কেন্দ্রের তরফে সতর্কতা জারি করে বলা হয়েছিল, করোনা (Coronavirus) নামক মহামারী এখনও বিদায় নেয়নি। অসতর্ক হলেই বিপদ। সংক্রমণের গতি কমলেও যে কোনও সময় তা ফের চরম আঘাত হানতে পারে। সরকারের সতর্কবার্তার পরদিনই জোড়া দুঃসংবাদ করোনা পরিসংখ্যানে। একে তো দেশের দৈনিক মৃত্যুর সংখ্যা একলাফে অনেকটা বাড়ল। তার উপর আবার একাধিক রাজ্যে করোনার নতুন নতুন স্ট্রেনের সন্ধান মিলছে। গতকাল উত্তরপ্রদেশে হদিশ মিলেছে করোনার শক্তিশালী কাপ্পা ভ্যারিয়েন্টের। আবার ত্রিপুরায় একসঙ্গে সন্ধান মিলেছে ৯০টি ডেল্টা ভ্যারিয়েন্টে আক্রান্ত রোগীর। যা রীতিমতো চিন্তার।
শনিবার সকালে স্বাস্থ্যমন্ত্রকের (Ministry of Health and Family Welfare) দেওয়া পরিসংখ্যান বলছে, গত ২৪ ঘণ্টায় দেশে ৪২ হাজার ৭৬৬ জন করোনা (Coronavirus) আক্রান্ত হয়েছেন। ফলে দেশে মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৩ কোটি ৭ লক্ষ ৯৫ হাজার ৭১৬ জন। স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রকের দেওয়া পরিসংখ্যান অনুযায়ী, আপাতত মৃতের সংখ্যা ৪ লক্ষ ৭ হাজার ১৪৫ জন। এর মধ্যে গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ১ হাজার ২০৬ জনের। মৃতের সংখ্যাটা আগের দিনের থেকে অনেকটাই বেশি। বস্তুত দীর্ঘদিন বাদে দৈনিক মৃত্যু হাজারের উপরে উঠল।
গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে ঘরে ফিরেছেন ৪৫ হাজার ২৫৪ জন। সুস্থতার হার প্রায় সাড়ে ৯৭ শতাংশ। আপাতত অ্যাকটিভ কেস ৪ লক্ষ ৫৫ হাজার ৩৩ জন। যা মোট আক্রান্তের দেড় শতাংশেরও কম। ইতিমধ্যেই দেশে ৪২ লক্ষের বেশি মানুষের করোনা পরীক্ষা হয়েছে। এই নিয়ে টানা ১৭ দিন দেশের সংক্রমণের হার ছিল ৩ শতাংশের নিচে।