করোনায় আক্রান্ত হয়ে দেশে মৃত্যু হল প্রথম কোনও রাজনীতিকের। করোনা ভাইরাসে (Coronavirus) আক্রান্ত হয়ে মারা গেলেন তামিলনাড়ুর বিধায়ক তথা ডিএমকে (DMK) নেতা জে আনবাঝাগানের। বুধবার সকালে চেন্নাইয়ের একটি হাসপাতালে মৃত্যু হয় তাঁর। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬১ বছর। হাসপাতালের তরফে জানানো হয়েছে, “কিছুদিন আগে হৃদযন্ত্র ও কিডনিতে সমস্যা দেখা দেয় বিধায়কের। তাঁর জন্য একটি মেডিক্যাল টিম গঠন করা হয়েছিল। কিন্তু দিন দিন তাঁর শারীরিক অবস্থার অবনতি হচ্ছিল। বুধবার সকাল থেকে অবস্থা খুব খারাপ হয়ে যায়। অনেক চেষ্টার পরেও তাঁকে বাঁচানো যায়নি।”
চলতি মাসের ২ জুন করোন ভাইরাসে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন তিনি। সেখানে অবস্থার অবনতি হলে তাঁকে ভেন্টিলেশনে দেওয়া হয়েছিল। চিকিৎসকদের সব চেষ্টা ব্যর্থ করে মৃত্যু হয় দক্ষিণী এই রাজনীতিকের। ডিএমকে বিধায়কের মৃত্যুতে শোকপ্রকাশ করেছেন তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী তথা এআইডিএমকে নেতা ই পালানিস্বামী। শোকপ্রকাশ করেছেন ডিএমকে নেতা স্ট্যালিন। মহারাষ্ট্রের পরেই দেশে আক্রান্তের নিরিখে দ্বিতীয় স্থানে রয়েছে তামিলনাড়ু। এই রাজ্যে আক্রান্তের সংখ্যা ৩৪,৯১৪। মৃত্যু হয়েছে ৩০৭ জনের।
প্রসঙ্গত, ই-প্রথম মৃত্যু হলেও একাধিক রাজনৈতিক আক্রান্ত হয়েছেন এই মারণ ভাইরাসে। মঙ্গলবার কংগ্রেস ছেড়ে বিজেপিতে যোগদান করা জ্যোতিরাদিত্য সিন্ধিয়া ও তাঁর মা মাধবী রাজে সিন্ধিয়া করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। দিল্লির এক নামজাদা হাসপাতালে চিকিৎসাধীন মা ও পুত্র। ওইদিনই জানা গিয়েছে, জ্বর সর্দি-কাশি থাকলেও করোনা ভাইরাসের সংক্রমণে আক্রান্ত হননি দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিবাল। তাঁর লালারসের নমুনা পরীক্ষা করে রিপোর্ট নেগেটিভ পাওয়া গিয়েছে। পশ্চিমবঙ্গের দমকল মন্ত্রী সুজিত বসু ও তৃণমূল বিধায়ক তমোনাশ ঘোষ করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে বাইপাসের এক হাসপাতালে ভর্তি রয়েছেন।