সারা দেশের মতোই পাল্লা দিয়ে পশ্চিমবঙ্গে উৎকণ্ঠা বাড়াচ্ছে করোনা ভাইরাসের সংক্রমন। রবিবার সন্ধ্যায় পর্যন্ত পশ্চিমবঙ্গে ১১ হাজারের বেশি মানুষ করোনা ভাইরাসে (Coronavirus) আক্রান্ত হয়েছে। সরকারি তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় রাজ্যে নতুন করে করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন ৪৫৪ জন। এখনও পর্যন্ত রাজ্যে মোট আক্রান্তের সংখ্যা ১০,৬৯৮। সক্রিয় আক্রান্তের সংখ্যা ৫,৬৯৩। গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ১২ জনের। সব মিলিয়ে রাজ্যে ৪৬৩ জনের মৃত্যু হয়েছে করোনা আক্রান্ত হয়ে। এর মধ্যে ২৮৭ জনেরই মৃত্যু হয়েছে কলকাতায়।
পশ্চিমাঞ্চলের মধ্যে পশ্চিম মেদিনীপুরে করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা সবথেকে বেশি। সেখানে এখনও পর্যন্ত ২৯৫ জন কোভিড পজিটিভ পাওয়া গিয়েছে। বীরভূমে ২৫২ জন আক্রান্ত হয়েছেন, বাঁকুড়ায় ১৭৯ জন এবং পুরুলিয়ায় ৮৪ জন করোনা পজিটিভ ধরা পড়েছে।