দেশে একদিনে করোনা ভাইরাসের (Coronavirus) সংক্রমণে মৃত্যু হল ২০০৩। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের (Health Ministry) পক্ষে বুধবার সকালের বুলেটিন দেওয়া হয়েছে, তাতে বলা হয়েছে ভারতে করোনা আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ১১,৯০৩ জনের। গতকালের বুলেটিনে ছিল ৯,৯০০। আর শেষ ২৪ ঘণ্টায় মৃত্যুর সংখ্যা ২০০৩ হয়ে গিয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়। শুধুমাত্র শেষ ২৪ ঘণ্টায় মহারাষ্ট্রে ১,৪০৯ জন মারা গিয়েছেন । মৃত্যু বাড়ছে রাজধানী দিল্লিতেও। গত ২৪ ঘণ্টায় সেখানে ৪৩৭ জনের মৃত্যু হয়েছে। এই বৃদ্ধির জেরে গুজরাটকে ছাপিয়ে মৃত্যু তালিকায় দ্বিতীয় স্থানে চলে এল দিল্লি। রাজধানীতে এখনও পর্যন্ত করোনা ভাইরাসের সংক্রমণের কারণে মৃত্যু হয়েছে ১,৮৩৭ জনের। গুজরাটে মারা গিয়েছেন ১,৫৩৩ জন। তামিলনাড়ুতে ৫২৮ জন। মৃত্যুর নিরিখে দেশের পঞ্চম স্থানে রয়েছে পশ্চিমবঙ্গ। এ রাজ্যে এখনও অবধি ৪৯৫ জন মারা গিয়েছেন। তারপর রয়েছে মধ্যপ্রদেশ ৪৭৬ জন, উত্তরপ্রদেশ ৪১৭ জন, রাজস্থান ৩০৮ জন, তেলঙ্গানা ১৯১ জন, হরিয়ানা ১১৮ জন।
কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের দেওয়া তথ্য অনুসারে, গত ২৪ ঘণ্টায় দেশে ১০,৯৭৪ জন নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন। এ নিয়ে মোট তিন লক্ষ ৫৪ হাজার ৬৫ জন আক্রান্ত হলেন। মহারাষ্ট্র, তামিলনাড়ু, দিল্লি ও গুজরাত এই চার রাজ্যে মোট আক্রান্তের সংখ্যা ২,৩০,৭২৯ যা ভারতের মোট আক্রান্তের ৬৫.১৭ শতাংশ। অন্যদিকে এই চার রাজ্যে মোট মৃত্যু হয়েছে ৯৪৩৫, যা ভারতে মোট করোনায় মৃত্যুর ৭৯.২৭ শতাংশ। ভারতে গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৬৯২২ জন। এই মুহূর্তে মোট সুস্থ হয়ে উঠেছেন ১,৮৬,৯৩৫ জন। এই সুস্থতার হার ৫২.৮০ শতাংশ। অর্থাৎ এই মুহূর্তে দেশে কোভিড অ্যাকটিভ রোগীর সংখ্যা ১,৫৫,২২৭ জন।