CoronaUpdate: দৈনিক আক্রান্তে রেকর্ড কলকাতা ও উত্তর ২৪ পরগণায়

দৈনিক আক্রান্তে নতুন রেকর্ড করল কলকাতা ও উত্তর ২৪ পরগণা৷ প্রত্যেক জেলায় ৮০০ পেরল আক্রান্তের সংখ্যা৷

তবে গত ২৪ ঘন্টায় আক্রান্ত ও মৃতের দিক থেকে কলকাতাকে পিছনে ফেলে প্রথম স্থানে উত্তর ২৪ পরগনা৷ তাও এই দুই জেলার অধিকাংশ মানুষের মধ্যে সচেতনতার অভাব দেখা যাচ্ছে৷ উৎসবের মুখে উদ্বেগ বাড়াচ্ছে আরও কয়েকটি জেলা৷

রবিবার রাজ্য স্বাস্থ্য ভবনের বুলেটিনের পরিসংখ্যান অনুযায়ী, একদিনে কলকাতায় ১৩ জনের মৃত্যু হয়েছে৷ আর উত্তর ২৪ পরগনায় ১৭ জনের৷ বাকি জেলাগুলিতে দৈনিক মৃতের সংখ্যাটা ১০ এর নিচে৷

এই পর্যন্ত কলকাতায় মোট মৃত্যু হয়েছে প্রায় দুই হাজার৷ তথ্য অনুযায়ী ১,৯৮৪ জন৷ পাশাপাশি উত্তর ২৪ পরগনায় মৃতের সংখ্যাটা বেড়ে ১,৩৭৪ জন৷ দুই জেলা মিলে মোট মৃতের সংখ্যা ৩,৩৫৮ জন৷

বাকি ২১ জেলায় ২,৬৯৮ জন৷ ফলে বাংলায় মোট মৃত্যু হয়েছে ৬,০৫৬ জনের৷ গত ২৪ ঘণ্টায় কলকাতায় আক্রান্ত হয়েছেন ৮১৩ জন৷ আর উত্তর ২৪ পরগনায় ৮৩৮ জন৷ এই প্রথম দুই জেলায় দৈনিক আক্রান্তের সংখ্যাটা ৮০০ ছাড়াল৷ কলকাতায় মোট আক্রান্ত প্রায় ৭০ হাজার৷ তথ্য অনুযায়ী ৬৯,৪৯৮ জন৷

উত্তর ২৪ পরগনায় আক্রান্তের সংখ্যাটা বেড়ে ৬৪,৭৮০ জন৷ শহরে অ্যাক্টিভ আক্রান্তের সংখ্যাটাও বাড়তে বাড়তে এখন ৭,৩৬২ জন৷ পিছিয়ে নেই উত্তর ২৪ পরগনাও৷ এই জেলায় ৭,১৯৮ জন৷

একদিনে বেড়েছে যথাক্রমে ১৩ ও ১৭৩ জন৷ এই দুই জেলা মিলে আগামী দিনে বাংলাকে অতিমারীর দিকে নিয়ে যাচ্ছে৷ তবে কলকাতায় গত ২৪ ঘন্টায় সুস্থ হয়ে উঠেছেন ৭৮৭ জন৷ এই পর্যন্ত সুস্থ হয়ে উঠেছেন মোট ৬০ হাজার ৪৯৮ জন৷ আর উত্তর ২৪ পরগনায় একদিনে ৬৪৮ জন৷ মোট ৫৬ হাজার ২০৮ জন৷

কলকাতা ও উত্তর ২৪ পরগনা ছাড়া উদ্বেগ বাড়াচ্ছে আরও কয়েকটি জেলার সংক্রমণ৷ এগুলো হল -হাওড়া, দক্ষিণ ২৪ পরগণা, হুগলি ও দুই মেদিনীপুর৷

এদিনের স্বাস্থ্য দফতরের বুলেটিন অনুযায়ী, মোট আক্রান্ত যথাক্রমে হাওড়া (২২,২৭৬), হুগলি (১৫,৭১১), দক্ষিণ ২৪ পরগনায়(২১,৩৮০ ),পূর্ব মেদিনীপুর ( ১৩,২১২) ও পশ্চিম মেদিনীপুর ১২,১১৮ জন৷ বাকি জেলায় সংক্রমণ ১০ হাজারের নিচে৷

একদিনে যে ৬৪ জনের মৃত্যু হয়েছে তাদের মধ্যে কলকাতার ও উত্তর ২৪ পরগনার মিলে ৩০ জন৷ এছাড়া দক্ষিণ ২৪ পরগনায় ৩ জন৷ হাওড়ার ৭ জন৷ হুগলি ৪ জন৷ পশ্চিম বর্ধমান ১ জন৷ পূর্ব বর্ধমান ২ জন৷

পূর্ব মেদিনীপুর ১ জন৷ পশ্চিম মেদিনীপুর ২ জন৷ বীরভুম ৩ জন৷ নদিয়া ২ জন৷ মালদা ২ জন৷ দক্ষিণ দিনাজপুর ১ জন৷ উত্তর দিনাজপুর ৩ জন৷ জলপাইগুড়ি ২ জন৷ আলিপুরদুয়ার ১ জন৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.