আরও একদিন স্থিতাবস্থা জারি রইল রাজ্যের করোনা পরিস্থিতিতে। বৃহস্পতিবারের বুলেটিন অনুসারে ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত হলেন ৮১২ জন। এই সময় মৃত্যু হয়েছে ১৩ জনের। সামান্য কমেছে অ্যাক্টিভ কেসও।
বৃহস্পতিবারও উত্তর ২৪ পরগনায় সংক্রমণ ১০০-র ওপরে। জেলায় আক্রান্ত ১১৪ জন। কলকাতায় ৭৯ ও দার্জিলিংয়ে আক্রান্ত ৭৫। সব মিলিয়ে রাজ্যে করোনা আক্রান্তের সংখ্যা ১৫.৩১ লক্ষ।
রাজ্যে এদিন করোনায় আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ১৩ জনের। তার মধ্যে ৩ জনের মৃত্যু হয়েছে নদিয়ায়। ২ জনের পশ্চিম মেদিনীপুরে। সব মিলিয়ে রাজ্যে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ১৮,১৯৩।
এদিন রাজ্যে সুস্থ হয়েছেন ৮২৩ জন। অ্যাক্টিভ কেসের সংখ্যা কমেছে ২৪টি। যার ফলে অ্যাক্টিভ কেসের সংখ্যা দাঁড়িয়েছে ১০,৭২১।
রাজ্যে ফের কমেছে নমুনা পরীক্ষার সংখ্যা বৃহস্পতিবার পরীক্ষা হয়েছে ৪৮,৮৬৯টি করোনার নমুনা। সুস্থতার হার রয়েছে ৯৮.১১ শতাংশ। সংক্রমণের হার দাঁড়িয়েছে ১.৬৬ শতাংশে।