কলকাতায় একদিনে আক্রান্তের তুলনায় সুস্থতার সংখ্যা বেশি৷ গত ২৪ ঘন্টায় কমেছে আক্রান্ত ও মৃতের সংখ্যা৷ করোনা আবহে বরাবরই শহর কলকাতা প্রথম স্থানে রয়েছে৷ পাশাপাশি দ্বিতীয় স্থানে থাকা উত্তর ২৪ পরগণায়ও দৈনিক সংক্রমণ ও মৃতের সংখ্যা কমছে৷
মঙ্গলবার সন্ধ্যায় রাজ্য স্বাস্থ্য ভবন বুলেটিনের তথ্য অনুযায়ী,কলকাতায় করোনায় একদিনে মাত্র ৪ জনের মৃত্যু হয়েছে৷ কিছুদিন আগেও এই দৈনিক সংখ্যাটা ১০ এর উপরে ছিল৷ এদিনের পরিসংখ্যান বলছে কলকাতায় মোট মৃতের সংখ্যা বেড়ে ২,৯৮৪ জন৷ অন্যদিকে উত্তর ২৪ পরগণায় একদিনে ৮ জনের মৃত্যু হয়েছে৷ তারফলে এই জেলায় মোট মৃতের সংখ্যা বেড়ে ২,৩৭৩ জন৷
গত ২৪ ঘন্টায় কলকাতায় মাত্র ১৯৯ জন নতুন করে সংক্রমিত হয়েছেন৷ এক সময় এই সংখ্যাটা প্রায় ৬০০ ছিল৷ তবে শহরে মোট আক্রান্তের সংখ্যা ১ লক্ষ ২৪ হাজার ৩৬১ জন৷ এছাড়া উত্তর ২৪ পরগণায় একদিনে আক্রান্ত ২৩৭ জন৷ মোট আক্রান্ত ১ লক্ষ ১৭ হাজার ৮৪৪ জন৷
তবে কলকাতা ও উত্তর ২৪ পরগণায় আক্রান্তের তুলনায় সুস্থতার সংখ্যা বেশি৷ কলকাতায় একদিনে ৩২৯ জন সুস্থ হয়ে উঠেছেন৷ তারফলে মোট সুস্থ হয়ে উঠেছেন ১ লক্ষ ১৯ হাজার ৩৪৬ জন৷ আর উত্তর ২৪ পরগণায় গত ২৪ ঘন্টায় সুস্থ হয়ে উঠেছেন ২২৮ জন৷ এই জেলায় মোট ১ লক্ষ ১৩ হাজার ৬৬০ জন সুস্থ হয়ে উঠেছেএই মূহুর্তে শহরে অ্যাক্টিভ আক্রান্ত (চিকিৎসাধীন) এর সংখ্যা কমে ২,০৩১ জন৷
গত ২৪ ঘন্টায় কমেছে ১৩৪ জন৷ অন্যদিকে উত্তর ২৪ পরগণায় অ্যাক্টিভ আক্রান্ত (চিকিৎসাধীন) এর সংখ্যাটা কমে ১,৮১১ জন৷ একদিনে কমেছে মাত্র এক জন৷ অন্যদিকে মঙ্গলবার সন্ধ্যায় রাজ্য স্বাস্থ্য ভবন বুলেটিনের তথ্য অনুযায়ী,একদিনে রাজ্যে মৃত্যু হয়েছে ২৪ জনের৷
মোট মৃতের সংখ্যা বেড়ে ৯ হাজার ৮৪১ জন৷ গত ২৪ ঘন্টায় আক্রান্ত মাত্র ৮১২ জন৷ বাংলায় মোট আক্রান্তের সংখ্যাটা বেড়ে ৫ লক্ষ ৫৬ হাজার ৩৮৪ জন৷ রাজ্যে একদিনে সুস্থ হয়ে উঠেছেন ১,১৬৬ জন৷ রাজ্যে মোট সুস্থ হয়ে উঠেছেন ৫ লক্ষ ৩৭ হাজার ২৫০ জন৷
আর সুস্থতার হার বেড়ে ৯৬.৫৬ শতাংশ৷ অ্যাক্টিভ আক্রান্তের সংখ্যাটা কমে ১০ হাজারের নিচে৷ তথ্য অনুযায়ী,৯ হাজার ২৯৩ জন৷ এই পর্যন্ত বাংলায় করোনা নমুনা টেস্ট হয়েছে সাড়ে ৭২ লক্ষের বেশি৷ তথ্য অনুযায়ী ৭২ লক্ষ ৬৬ হাজার ৩৮ টি৷
ফলে প্রতি ১০ লক্ষ জনসংখ্যায় টেস্টের সংখ্যা বেড়ে হল ৮০,৭৩৪ জন৷ একদিনে ৩০ হাজার ৭১২ টি টেস্ট হয়েছে৷ এই মুহূর্তে সরকারি এবং বেসরকারি মিলিয়ে রাজ্যে ৯৮ টি ল্যাবরেটরিতে করোনা টেস্ট হচ্ছে৷ আরও ১ টি ল্যাবরেটরি অপেক্ষায় রয়েছে৷
বি: দ্র: – প্রতিদিন সন্ধ্যায় রাজ্য স্বাস্থ্য ভবন থেকে যে বুলেটিন প্রকাশিত হয়,সেখানে আগের দিন সকাল ৯ টা থেকে বুলেটিন প্রকাশিত হওয়ার দিন সকাল ৯ টা পর্যন্ত তথ্য উল্লেখ করা হয়৷