পুজোর মুখে ফের বেলাগাম বাংলার করোনা সংক্রমণ, উদ্বেগ বাড়িয়ে কমল সুস্থতার হারও

পুজো যত কাছে আসছে ততই ভয়ংকর হচ্ছে রাজ্যের করোনা চিত্র। রবিবারও ঊর্ধ্বমুখী রইল বাংলার দৈনিক সংক্রমণের গ্রাফ। সামান্য কমল মৃত্যু। কমেছে সুস্থতার হারও। সবমিলিয়ে উৎসবের মরশুমে আমজনতার উপর করোনাতঙ্ক যে ক্রমশ জাঁকিয়ে বসছে, তা বলাইবাহুল্য।

এদিন সন্ধেয় রাজ্যের স্বাস্থ্য দপ্তরের বুলেটিন অনুযায়ী, একদিনে বাংলায় করোনা আক্রান্ত হয়েছেন ৩ হাজার ৬১২ জন। যা শনিবার চেয়ে বেশকিছুটা বেশি। দৈনিক করোনা সংক্রমণের নিরিখে এদিন রাজ্যের মধ্যে শীর্ষে রয়েছে উত্তর ২৪ পরগনা (৭৭৪)। এর পরেই রয়েছে কলকাতা (৭৫৭)। এছাড়াও চিন্তা বাড়াচ্ছে হাওড়া, হুগলি, দক্ষিণ ২৪ পরগণা। উত্তরের জেলাগুলির মধ্যে চিন্তা বাড়িয়েছে দার্জিলিং। সাতমাস ধরে বন্ধ থাকার পর পুজোর মুখে পর্যটকদের হাত ধরে ঘুড়ে দাঁড়ানোর কথা ভেবেছিল পাহাড়ি এই জেলাটি। কিন্তু করোনার কালো মেঘ ফের সেখানকার হোটেল ব্যবসায়ীদের চিন্তা বাড়াচ্ছে। এদিনের বুলেটিন অনুযায়ী, দার্জিলিংয়ে একদিনে করোনা আক্রান্ত হয়েছে ৮৭ জন। জলপাইগুড়িতেও লাফিয়ে বাড়ছে সংক্রমণ। সবমিলিয়ে এদিন রাজ্যে মোট করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ২ লক্ষ ৯৪ হাজার ৮০৬ জন।

প্রায় ২ লক্ষ ৯৫ হাজার করোনা সংক্রমিতের মধ্যে ইতিমধ্যে সুস্থ হয়েছেন ২ লক্ষ ৫৮ হাজার ৯৪৮ জন। চিকিৎসাধীন এখনও ৩০ হাজার ২৩৬ জন। এদিন গোটা রাজ্যে সুস্থ হয়ে ঘরে ফিরেছেন ৩ হাজার ১১০ জন। তবে এদিন রাজ্যের সুস্থতার হার সামান্য কমে হয়েছে ৮৭.৮৪ শতাংশ

এদিকে চিন্তা বাড়াচ্ছে রাজ্যের করোনায় মৃত্যুর ছবিও। বুলেটিন বলছে, একদিনে বাংলায় মৃত্যু হয়েছে ৫৯ জনের। যা শনিবারের তুলনায় সামান্য কম। এদিন সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে উত্তর ২৪ পরগনা (১৮)। দ্বিতীয় স্থানে রয়েছে কলকাতা (১৬)। সব মিলিয়ে বাংলায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫ হাজার ৬২২ জন। উৎসবের মরশুম নিয়ে বারবার সাবধান করেছেন চিকিৎসকরা। পুজোর পরের পরিস্থিতি নিয়ে আশঙ্কায় আছেন তাঁরা। তা যে একেবারে অমূলক নয়, তা গত চারদিনের বাংলার করোনা চিত্র প্রমাণ করে দিচ্ছে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.