ভারতে (India)বেড়েই চলেছে করোনাভাইরাসে (corona virus)মৃত্যু ও আক্রান্তের সংখ্যা। বুধবার সকাল আটটা পর্যন্ত ভারতে কোভিড-১৯ ভাইরাসে মৃতের সংখ্যা বেড়ে হল ৩৩০৩ এবং সংক্রমিত ১০,৬৭,৫০ জন। ভারতে করোনাকে পরাজিত করে সুস্থ হয়েছেন ৪২,২৯৭ জন। বিগত ২৪ ঘন্টার মধ্যেই ভারতে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ৫,৬১১ জন এবং মৃত্যু হয়েছে ১৪০ জনের। বুধবার সকালে কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রকের রিপোর্ট অনুযায়ী, সকাল আটটা পর্যন্ত ভারতে করোনা-আক্রান্তের সংখ্যা ১০,৬৭,৫০ জন (সক্রিয় করোনা রোগী ৬,১১,৪৯)। এখনও পর্যন্ত গোটা দেশে মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ৩,৩০৩। এর মধ্যেই চিকিৎসায় সুস্থ হয়ে উঠেছেন ৪২,২৯৭ জন।কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রক জানিয়েছে, ৩,০৩ জনের মধ্যে অন্ধ্রপ্রদেশে ৫২ জনের মৃত্যু হয়েছে, অসমে ৪ জনের, বিহারে ৯ জনের, চন্ডীগড়ে ৩ জন, দিল্লিতে ১৬৮ জনের, গুজরাটে ৭১৯ জনের, হরিয়ানায় ১৪ জনের, হিমাচল প্রদেশে ৩ জনের, জম্মু-কাশ্মীরে ১৭ জনের, ঝাড়খণ্ডে ৩ জনের, কর্ণাটকে ৪০ জন প্রাণ হারিয়েছেন, কেরলে ৪ জন, মধ্যপ্রদেশে ২৫৮ জন, মহারাষ্ট্রে ১,৩২৫ জনের মৃত্যু হয়েছে, মেঘালয়ে একজন, ওডিশায় ৫ জনের, পুদুচেরি একজন, পঞ্জাবে ৩৮ জন, রাজস্থানে ১৪৩ জনের, তামিলনাড়ুতে ৮৪ জন, তেলেঙ্গানায় ৩৮ জন, উত্তরাখণ্ডে একজন, উত্তর প্রদেশে ১২৩ জন এবং পশ্চিমবঙ্গে ২৫০ জন প্রাণ হারিয়েছেন।মৃত্যু ও সংক্রমিত উভয়দিক থেকেই এগিয়ে মহারাষ্ট্র। মহারাষ্ট্রে বুধবার সকাল আটটা পর্যন্ত করোনা-আক্রান্তের সংখ্যা ৩৭,১৩৬, দিল্লিতে ১০৫৫৪, তামিলনাড়ুতে ১২৪৪৮, অন্ধ্রপ্রদেশে ২৫৩২ জন, আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে ৩৩ জন ( প্রত্যেকেই সুস্থ) অরুণাচল প্রদেশে একজন, অসমে ১৪২ জন, বিহারে ১৪৯৮ জন, চন্ডীগড়ে ২০০ জন, ছত্তিশগড়ে ১০১ জন, দাদর নগর হাভেলিতে একজন, গোয়ায় ৪৬ জন (সুস্থ ৭ জন), গুজরাটে ১২১৪০ জন, হরিয়ানায় ৯৬৪ জন, হিমাচল প্রদেশে ৯২ জন, জম্মু-কাশ্মীরে ১৩১৭ জন, ঝাড়খণ্ডে ২৩১ জন, কেরলে ৬৪২, কর্ণাটকে সংক্রমিত ১৩৯৭ জন, লাদাখে ৪৩ জন, মধ্যপ্রদেশে ৫৪৬৫ জন, মণিপুরে ৯ জন (দু’জন সুস্থ), মেঘালয় ১৩ জন, মিজোরামে একজন, ওডিশায় ৯৭৮ জন, পুদুচেরিতে ১৮ জন, পঞ্জাবে ২০০২ জন, রাজস্থানে ৫৮৪৫ জন, তেলেঙ্গানায় ১৬৩৪ জন, ত্রিপুরায় ১৭৩ জন, উত্তরাখণ্ডে ১১১ জন, উত্তর প্রদেশে ৪৯২৬ এবং পশ্চিমবঙ্গে ২৯৬১ জন।
2020-05-20