ভারতে করোনায় মৃত্যু বেড়ে ১১,৯০৩ জনের, সংক্রমিত ৩,৫৪,০৬৫

মৃত্যুর নিরিখে বড়সড় রেকর্ড গড়ল ভারত(India), ভারতে বিগত ২৪ ঘন্টায় নতুন করে কোভিড-১৯ (covid-19)ভাইরাসে আক্রান্ত হয়ে ২০০৩ জনের মৃত্যু হয়েছে। এই সময়ে ভারতে নতুন করে সংক্রমিত হয়েছেন ১০,৯৭৪ জন। বুধবার সকাল আটটা পর্যন্ত ভারতে কোভিড-১৯ ভাইরাসে মৃতের সংখ্যা বেড়ে হল ১১,৯০৩ জন এবং সংক্রমিত ৩,৫৪,০৬৫ জন। সুস্থও হয়ে উঠছেন প্রাণঘাতী ভাইরাসে আক্রান্ত রোগীরা। ইতিমধ্যেই ভারতে করোনাকে হারিয়ে সুস্থ হয়েছেন ১,৮৬,৯৩৫ জন। কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রকের রিপোর্ট অনুযায়ী, সকাল আটটা পর্যন্ত ভারতে করোনা-আক্রান্তের সংখ্যা ৩,৫৪,০৬৫ জন (সক্রিয় করোনা রোগী ১,৫৫,২২৭)। এখনও পর্যন্ত গোটা দেশে মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ১১,৯০৩। এর মধ্যেই চিকিৎসায় সুস্থ হয়ে উঠেছেন ১,৮৬,৯৩৫ জন।
কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রক বুলেটিনে জানিয়েছে, ১১,৯০৩ জনের মধ্যে অন্ধ্রপ্রদেশে ৮৮ জনের মৃত্যু হয়েছে, অসমে ৮ জনের, বিহারে ৪১ জনের, চন্ডীগড়ে ৬ জন, ছত্তিশগড়ে ৯ জন, দিল্লিতে ১৮৩৭ জনের, গুজরাটে ১৫৩৩ জনের, হরিয়ানায় ১১৮ জনের, হিমাচল প্রদেশে ৮ জনের, জম্মু-কাশ্মীরে ৬৩ জনের, ঝাড়খণ্ডে ৯ জনের, কর্ণাটকে ৯৪ জন প্রাণ হারিয়েছেন, কেরলে ২০ জন, লাদাখে একজন, মধ্যপ্রদেশে ৪৭৬ জন, মহারাষ্ট্রে ৫,৫৩৭ জনের মৃত্যু হয়েছে, মেঘালয়ে একজন, ওডিশায় ১১ জনের, পুদুচেরিতে ৬ জন, পঞ্জাবে ৭২ জন, রাজস্থানে ৩০৮ জনের, তামিলনাড়ুতে ৫২৮ জন, তেলেঙ্গানায় ১৯১ জন, ত্রিপুরায় একজন, উত্তরাখণ্ডে ২৫ জন, উত্তর প্রদেশে ৪১৭ জন এবং পশ্চিমবঙ্গে ৪৯৫ জন প্রাণ হারিয়েছেন।মহারাষ্ট্র, গুজরাট, দিল্লি, তামিলনাড়ু, রাজস্থান, পশ্চিমবঙ্গ-এই রাজ্যগুলির করোনা-পরিস্থিতি রীতিমতো ভাবিয়ে তুলছে। এই রাজ্যগুলিতেই প্রতিদিন হু হু করে বাড়ছে মৃত্যু ও আক্রান্তের সংখ্যা। বুধবার সকাল আটটা পর্যন্ত মহারাষ্ট্রে আক্রান্তের সংখ্যা ১১,৩৪৪৫, দিল্লিতে ৪৪,৬৮৮, তামিলনাড়ুতে আক্রান্ত ৪৮,০১৯, রাজস্থানে সংক্রমিত ১৩,২১৬ এবং পশ্চিমবঙ্গে সংক্রমিত ১১,৯০৯।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.