ভারতে (India)করোনাভাইরাসের (corona virus)প্রকোপ থামছে না, বরং হু হু করে বেড়েই চলেছে। ভারতে বিগত ২৪ ঘন্টায় নতুন করে কোভিড-১৯ ভাইরাসে আক্রান্ত হয়ে ৩৩৪ জনের মৃত্যু হয়েছে। এই সময়ে ভারতে নতুন করে সংক্রমিত হয়েছেন ১২,৮৮১ জন। বৃহস্পতিবার সকাল আটটা পর্যন্ত ভারতে কোভিড-১৯ ভাইরাসে মৃতের সংখ্যা বেড়ে হল ১২,২৩৭ জন এবং সংক্রমিত ৩,৬৬,৯৪৬ জন। সুস্থও হয়ে উঠছেন প্রাণঘাতী ভাইরাসে আক্রান্ত রোগীরা। ইতিমধ্যেই ভারতে করোনাকে হারিয়ে সুস্থ হয়েছেন ১,৯৪,৩২৫ জন। কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রকের রিপোর্ট অনুযায়ী, সকাল আটটা পর্যন্ত ভারতে করোনা-আক্রান্তের সংখ্যা ৩,৬৬,৯৪৬ জন (সক্রিয় করোনা রোগী ১,৬০,৩৮৪)। এখনও পর্যন্ত গোটা দেশে মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ১২,২৩৭। এর মধ্যেই চিকিৎসায় সুস্থ হয়ে উঠেছেন ১,৯৪,৩২৫ জন। স্বাস্থ্য মন্ত্রক জানিয়েছে, সুস্থতার হার উন্নতি হয়েছে ৫২.৯৫ শতাংশে। সুস্থতা এবং মৃত্যুর অনুপাত হল-৯৪.০৭ শতাংশ : ৫.৯৩ শতাংশ। আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা যেভাবে করোনা-পরীক্ষাও দ্রুত গতিতে বাড়ানো হচ্ছে। ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিক্যাল রিসার্চ জানিয়েছে, বিগত ২৪ ঘন্টায় ১,৬৫,৪১২টি স্যাম্পেল পরীক্ষা করা হয়েছে। ১৭ জুন পর্যন্ত পরীক্ষা করা হয়েছে ৬২,৪৯,৬৬৮টি স্যাম্পেল।
কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রক বুলেটিনে জানিয়েছে, ১২,২৩৭ জনের মধ্যে অন্ধ্রপ্রদেশে ৯০ জনের মৃত্যু হয়েছে, অসমে ৮ জনের, বিহারে ৪৪ জনের, চন্ডীগড়ে ৬ জন, ছত্তিশগড়ে ১০ জন, দিল্লিতে ১৯০৪ জনের, গুজরাটে ১৫৬০ জনের, হরিয়ানায় ১৩০ জনের, হিমাচল প্রদেশে ৮ জনের, জম্মু-কাশ্মীরে ৬৫ জনের, ঝাড়খণ্ডে ১০ জনের, কর্ণাটকে ১০২ জন প্রাণ হারিয়েছেন, কেরলে ২০ জন, লাদাখে একজন, মধ্যপ্রদেশে ৪৮২ জন, মহারাষ্ট্রে ৫,৬৫১ জনের মৃত্যু হয়েছে, মেঘালয়ে একজন, ওডিশায় ১১ জনের, পুদুচেরিতে ৭ জন, পঞ্জাবে ৭৮ জন, রাজস্থানে ৩১৩ জনের, তামিলনাড়ুতে ৫৭৬ জন, তেলেঙ্গানায় ১৯২ জন, ত্রিপুরায় একজন, উত্তরাখণ্ডে ২৬ জন, উত্তর প্রদেশে ৪৩৫ জন এবং পশ্চিমবঙ্গে ৫০৬ জন প্রাণ হারিয়েছেন।মহারাষ্ট্র, গুজরাট, দিল্লি, তামিলনাড়ু, রাজস্থান, পশ্চিমবঙ্গ-এই রাজ্যগুলির করোনা-পরিস্থিতি রীতিমতো ভাবিয়ে তুলছে। এই রাজ্যগুলিতেই প্রতিদিন হু হু করে বাড়ছে মৃত্যু ও আক্রান্তের সংখ্যা। বৃহস্পতিবার সকাল আটটা পর্যন্ত মহারাষ্ট্রে আক্রান্তের সংখ্যা ১১,৬৭৫২, দিল্লিতে ৪৭,১০২, তামিলনাড়ুতে আক্রান্ত ৫০,১৯৩, রাজস্থানে সংক্রমিত ১৩,৫৪২ এবং পশ্চিমবঙ্গে সংক্রমিত ১২,৩০০।
2020-06-18