দিল্লিতে ক্রমেই বেড়ে চলেছে করোনার দাপট। প্রতিদিন রাজধানীতে করোনার নতুন পরিসংখ্যান বাড়ছে। আবার মূল দিল্লি এলাকা ছাড়িয়ে এনসিআর অঞ্চলেও প্রভাব ফেলতে শুরু করেছে সংক্রমণ। প্রতিদিন, করোনার নতুন পরিসংখ্যান দিল্লিতে কড়া নাড়ছে।
দিল্লিতে করোনায় মৃত্যুর সংখ্যা এসে পৌঁছেছে ৮ হাজার ১৫৯। শুক্রবার গভীর রাতে পাওয়া পরিসংখ্যান অনুযায়ী এদিন দিল্লিতে করোনায় মৃত্যু হয়েছে ১১৮ জনের। একই সময়ে নতুন করে আক্রান্ত হয়েছে ৬৬০৮ জনের। নতুন করে আক্রান্তের সংখ্যা বাড়ায় দিল্লিতে মোট সংক্রমণ পৌছে গিয়েছে ৫.১৭ লক্ষ তে। দিল্লিতে ক্রমবর্ধমান করোনার জেরে এনসিআরে আবার মহামারী হওয়ার সম্ভাবনা রয়েছে।
শুক্রবার প্রকাশিত তথ্যানুযায়ী, নয়ডায় এই মুহূর্তে করোনার ১৪০০ টিরও বেশি সক্রিয় কেস রয়েছে। নয়ডায় এখন অবধি মোট আক্রান্ত হয়েছেন ২১ হাজার ও মোট মৃত্যু হয়েছে ৭৪ জনের।
দিল্লিতে যে প্রতিদিন করোনার কেস বাড়ছে তাই না, করোনায় মারা যাওয়া লোকের সংখ্যাও নিত্যদিন রেকর্ড ব্রেক করছে। যার জেরে দেহর অন্তিম সংস্কারের জন্যও শ্মশান ঘাটে অপেক্ষা করতে হচ্ছে, কবরস্থানের পরিস্থিতিও একই।
দিল্লিতে ক্রমবর্ধমান করোনার সংক্রমণের জেরে রাজ্য সরকার করোনা সতর্কবিধি পালনে কঠোর ভাবে কার্যকর করছে। দিল্লিতে মাস্ক না পড়লে আজ থেকে দুই হাজার টাকা জরিমানা দিতে হবে। প্রথমে এই ফাইনের পরিমাণ ছিল ৫০০ টাকা। একই সঙ্গে কোয়ারেন্টাইন বিধি লঙ্ঘন করা, শারীরিক দূরত্ব না মানার ক্ষেত্রে এবং পাবলিক জায়গায় থুথু ফেলার জন্য ফাইন আসবে ২০০০ টাকা।