বাংলায় দেড় হাজার ছাড়াল মৃতের সংখ্যা, একদিনে ৪৬ জন

সব রেকর্ড ভেঙ্গে বাংলায় একদিনে মৃত্যু হল ৪৬ জনের৷ মোট মৃতের সংখ্যা দেড় হাজার ছাড়িয়ে গেল৷ গত ২৪ ঘন্টায় আক্রান্ত প্রায় আড়াই হাজার৷ জানিয়েছে রাজ্য স্বাস্থ্য ভবন৷ বৃহস্পতিবার রাজ্য স্বাস্থ্য ভবনের বুলেটিনের তথ্য অনুযায়ী,গত ২৪ ঘন্টায় ৪৬ জনের মৃত্যু হয়েছে৷ এদের মধ্যে কলকাতারই ১৬ জন৷ এই পর্যন্ত বাংলায় মোট মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ১ হাজার ৫৩৬ জন৷

আর অ্যাক্টিভ আক্রান্তের সংখ্যা ১৯ হাজার ৯০০ জন৷ গত ২৪ ঘন্টায় আক্রান্ত ২ হাজার ৪৩৪ জন৷ এই পর্যন্ত মোট আক্রান্তের সংখ্যাটা বেড়ে হল ৬৭ হাজার ৬৯২ জন৷ যা একদিন আগে ছিল ৬৫ হাজার ২৫৮ জন৷ একদিনের হিসেবে ফের বেড়েছে সুস্থ হয়ে উঠার হার৷

গত ২৪ ঘন্টায় সুস্থ হয়ে হাসপাতাল থেকে বাড়ি ফিরেছেন ২ হাজার ১৪০ জন৷ ফলে এই পর্যন্ত মোট সুস্থ হয়ে উঠেছেন ৪৬ হাজার ২৫৬ জন৷ সুস্থ হয়ে উঠার হার বেড়ে হয়েছে ৬৮.৩৩ শতাংশ৷ গতকাল ছিল ৬৭.৬০ শতাংশ৷ করোনা টেস্ট হয়েছে ১৮ হাজার ৪২টি৷ এটাই একদিনে বাংলায় সর্বোচ্চ টেস্ট৷

গতকাল ছিল সংখ্যাটা ছিল ১৭ হাজার ১৪৪ টি৷ এই পর্যন্ত মোট টেস্টের সংখ্যা ৮ লক্ষ ৭৪ হাজার ৩৯৭টি৷ গতকাল ছিল ৮ লক্ষ ৫৬ হাজার ৩৫৫ টি৷ এই মুহূর্তে সরকারি এবং বেসরকারি মিলিয়ে রাজ্যে ৫৭টি ল্যাবরেটরিতে করোনা টেস্ট হচ্ছে৷ আরও ২ টি ল্যাবরেটরি অপেক্ষায় রয়েছে৷

বাংলায় ৮৩ টি সরকারি এবং বেসরকারি হাসপাতালে আইসোলেশন শয্যা তৈরি করা হয়েছে৷ এর মধ্যে সরকারি ২৮ টি হাসপাতাল ও ৫৫ টি বেসরকারি হাসপাতাল রয়েছে৷ হাসপাতালগুলিতে আইসিইউ শয্যা রয়েছে ৯৪৮টি, ভেন্টিলেশন সুবিধা রয়েছে ৩৯৫টি৷ কিন্তু সরকারি কোয়ারেন্টাইন সেন্টার রয়েছে ৫৮২টি৷

বুধবার রাজ্য স্বাস্থ্য ভবনের বুলেটিনের তথ্য অনুযায়ী,গত ২৪ ঘন্টায় ৪১ জনের মৃত্যু হয়েছে৷ এদের মধ্যে কলকাতারই ১৭ জন৷ বাংলায় মোট মৃতের সংখ্যা বেড়ে হয়েছিল ১ হাজার ৪৯০ জন৷ আর অ্যাক্টিভ আক্রান্তের সংখ্যা ছিল ১৯ হাজার ৬৫২ জন৷

সুস্থ হয়ে হাসপাতাল থেকে বাড়ি ফিরেছিলেন ২ হাজার ৯৪ জন৷ মোট সুস্থ হয়ে উঠেছিল ৪৪ হাজার ১১৬ জন৷ যে ৪১ জনের মৃত্যু হয়েছে তাদের মধ্যে কলকাতার ১৭ জন৷ উত্তর ২৪ পরগনার ৯ জন৷ দক্ষিণ ২৪ পরগনার ৫ জন৷ হাওড়া ৪ জন৷ পশ্চিম বর্ধমান ১ জন৷ মালদা ১ জন৷ দক্ষিণ দিনাজপুর ১ জন৷ জলপাইগুড়ি ১ জন৷ দার্জিলিং ১ জন৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.